টি- টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান, ভবিষ্যদ্বাণী ওয়াকারের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:42 শনিবার, 02 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামি ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচে ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান, এমনটাই বিশ্বাস ওয়াকার ইউনুসের।

বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে দুই দল একে অপরের মোকাবেলা করেছে সাতবার, টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে পাঁচবার। সবগুলো ম্যাচেই জয়ের হাসি হেসেছে ভারত।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি অবশ্য শুরুতে টাই হয়েছিল। ম্যাচটি বল-আউটে গড়ালে শেষ পর্যন্ত জিতে যায় ভারত। সেই আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা নেয় মহেন্দ্র সিং ধোনির ভারত।

কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস বলেন, 'আমি বিশ্বাস করি, পাকিস্তান যদি তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে তারা ভারতকে হারাতে পারবে। এটা অবশ্যই সহজ হবে না। তবে এটা অবশ্যই সম্ভব।'

এবার ভারতকে হারাতে হলে রীতিমত ইতিহাস বদলে দিতে হবে পাকিস্তানকে। বিশেষত, সংযুক্ত আরব আমিরাতের মাঠে খেলা হওয়াতে আশার আলো দেখতেই পারে পাকিস্তান।

কেননা ২০০৯ সালে নিজেদের দেশে বোমা হামলায় ক্রিকেট বন্ধ হওয়ার পর থেকে আরব আমিরাতকে হোম ভেন্যু বা ঘরের মাঠ হিসেবে ব্যবহার করছে পাকিস্তান।

ওয়াকার আরও বলেন, 'এটা বড় ম্যাচ, দুই দলই অনেক চাপে থাকবে। কেননা এটা আসরে তাদের প্রথম ম্যাচ। ম্যাচের প্রথম কিছু বলই ভাগ্য গড়ে দেবে। আমরা যদি এই সময়টা ভালোভাবে পার করি, তাহলে আমরা ম্যাচটি জিতব।'