আইপিএল

আইয়ারে মুগ্ধ অধিনায়ক মরগান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:47 শনিবার, 02 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত কয়েক আসর থেকেই ওপেনিং নিয়ে দুশ্চিন্তায় কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে দলটির আশার প্রদীপ হয়ে ধরা দিয়েছেন ভেঙ্কটেস আইয়ার। নিয়মিতই তিনি ব্যাট হাতে প্রতিভার স্বাক্ষর রাখছেন।

পাঞ্জাব কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও তিনি ৪৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন। আইয়ার বল হাতেও অধিনায়কের আস্থার প্রতিদান দিচ্ছেন নিয়মিত। পাঞ্জাবের বিপক্ষে ফিল্ডাররা ব্যর্থ না হলে অন্তত দুটি উইকেট পাওয়ার সুযোগ ছিল তার। 

ধারাবাহিকভাবে দারুণ পারফরম্যান্সের পর কলকাতার অধিনায়ক ইয়ন মরগান তাকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি মনে করেন আইয়ার আইপিএলের এবারের আসরে কলকাতা দলের সবচেয়ে বড় প্রাপ্তি। ব্যাটে-বলে দুই ভূমিকাতেই তিনি পারফরম্যান্স করতে মুখিয়ে থাকেন বলেই জানালেন মরগান।

তিনি বলেন, ‘সে (ভেঙ্কটেস) দারুণ ক্রিকেটার। এই মৌসুমে তাকে পাওয়া দলের সবচেয়ে বড় প্রাপ্তি। গোটা টুর্নামেন্টে সে দলের সঙ্গে ছিল এবং আমরা সকলেই অনুশীলনে ওকে দেখেছি। তবে সর্বোপরি তার মনোভাব, যে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করে, সেই দিক নজর দিলেই এককথায় অসাধারণই বলতে হয়। বল হাতেও সে অনেক দায়িত্ব নিতে সবসময় প্রস্তুত থাকে।’

কলকাতার সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ইনজুরি। তাকে না পাওয়া এখন পর্যন্ত দলটিকে ভোগাচ্ছে। এমন পরিস্থিতিতে অলরাউন্ডারদের পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ বলেই মনে করেন দলটির অধিনায়ক মরগান।

তিনি বলেন, ‘দ্রে রাসের (রাসেল) অনুপস্থিতি দলের জন্য বিশাল ধাক্কা। তবে আমাদের ক্ষেত্রে তার বদলে যদি কেউ এসে দলের জন্য উভয় বিভাগেই অবদান রাখে, তা বিশাল বড় ব্যাপার। আমরা দ্বিতীয়ার্ধে ভলো ক্রিকেট খেলেছি এবং আজকের ম্যাচেও আমাদের জন্য কিছু ইতিবাচক দিক রয়েছে। বাকি দুই ম্যাচে ভাল ফলাফল করে আশা করছি আমার প্লে-অফে পৌঁছাতে পারব।’