আইপিএল

জহিরের দীক্ষায় তিন দিনেই সুইং শিখেছেন আর্শদিপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:49 শনিবার, 02 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পাঞ্জাব কিংসকে জয় এনে দিতে দারুণ অবদান রাখেন আর্শদিপ সিং। ভারতের সাবেক পেসার জহির খানের কাছে মাত্র তিন দিনে সুইং রপ্ত করেছেন পাঞ্জাবের এই পেসার।

কলকাতার বিপক্ষে ৩২ রান খরচায় তিন উইকেট নেন আর্শদিপ। আর তাতেই কলকাতাকে ১৬৫ রানে বেঁধে রাখে পাঞ্জাব। ম্যাচ বিশ্লেষণে ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগের কাছে জানা যায়, মাত্র তিন দিনেই সুইং রপ্ত করেন বাঁহাতি পেসার আর্শদিপ।

শেবাগ বলেন, 'বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে দারুণ সুইং পাচ্ছে আর্শদিপ। বল অফ স্টাম্পে নিয়েও সে সুইং পাচ্ছে। সে (আর্শদিপ) জানিয়েছে জহিরের সাথে সে তিন দিন কাজ করেছে। মাত্র তিন দিনে যদি সে বোলিংয়ে সুইং পায়; তাহলে ভেবে দেখেন, ভারতের সাথে লম্বা সময় কাটাতে পারলে সে কেমন করবে!'

আর্শদিপের প্রতি নজর রাখার জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) আহ্বান জানান শেবাগ। ২২ বছর বয়সী এই পেসারের মাঝে দারুণ সম্ভাবনা দেখতে পান ভারতের বিশ্বকাপজয়ী ওপেনার।

শেবাগ আরও বলেন, 'এরকম একজন ক্রিকেটার দলে নেই! বিসিসিআইয়ের উচিত তার দিকে নজর দেয়া। এরকম একজন প্রতিভাবান যাতে ঝরে না যায় সেটাও বিসিসিআইয়ের দেখা উচিত।'

কঠোর পরিশ্রম অব্যাহত রাখলে ভারতের জাতীয় দলে জায়গা পেতে পারেন আর্শদিপ, প্রত্যাশা শেবাগের। তিনি বলেন, 'আর্শদিপ দারুণ একজন বোলার। সে যদি এভাবে পরিশ্রম করতে থাকে এবং পারফর্ম করতে থাকে তাহলে সে অবশ্যই কোনো না কোনোদিন জাতীয় দলে খেলবে।'