টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে কোহলির উইকেট নিতে চান শরিফুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:39 শনিবার, 02 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের পেস বোলিং আক্রমণের প্রায় নিয়মিত সদস্য শরিফুল ইসলাম। গত কয়েকটি সিরিজে দারুণ পারফরম্যান্স করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই পেসার।

বিশ্বকাপে যাওয়ার আগে নিজের লক্ষ্যের কথা সংবাদমাধ্যমের সঙ্গে খোলাসা করেছেন এই পেসার। জানিয়েছেন সুযোগ পেলে ভারতের অধিনায়ক বিরাট কোহলির উইকেট নিতে চান তিনি।

শরিফুল বলেছেন, 'ভারতের বিপক্ষে খেললে অবশ্যই চেষ্টা করব বিরাট কোহলির উইকেট নিতে।'

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হয় কোহলিকে। যেকোনো তরুণ বোলারেরই স্বপ্ন থাকে কোহলির উইকেট নেয়ার। ব্যতিক্রম নেই শরিফুলের ক্ষেত্রেও।

জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই অভিষেক হয়েছে শরিফুলের। খেলে ফেলেছেন ১৬টি ম্যাচ। যদিও ভারত কিংবা বিরাট কোহলির দেখা পাননি তিনি। 

শরিফুলের নামের পাশে রয়েছে যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের তকমা। এই পেসার জানিয়েছেন, আরেকটি বিশ্বকাপের আগে তার একই অনুভূতি হচ্ছে।

শরিফুলের ভাষ্য, 'গত বছর যুব বিশ্বকাপ খেলেছি। তার আগে অন্যরকম অনুভূতি ছিল। এখানেও একই অনুভূতি। ভালোলাগা কাজ করছে।'