টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না মাদুশঙ্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:40 শুক্রবার, 01 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন লাহিরু মাদুশঙ্কা। যদিও এই বিশ্ব আসরে খেলা হচ্ছে না তার। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে কাঁধে চোট পেয়েছিলেন তিনি।

পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে মাদুশঙ্কার কাঁধের হাড়ে চিড় ধরা পড়েছে। এর ফলে তার এই বিশ্ব আসরে খেলা হচ্ছে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কাঁধে গুরুতর চোন পান মাদুশঙ্কা।

ঝাঁপিয়ে বল থামাতে গিয়ে কাঁধের চোটে পড়েন তিনি। তখনই চিকিৎসকের সঙ্গে তাকে মাঠ ছাড়তে দেখা যায়। শুক্রবার অতিরিক্ত পাঁচ ক্রিকেটারকে বিশ্বকাপ দলে নেয়ার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা।

মূলত ইনজুরিগ্রস্থ স্কোয়াডের কারণেই অতিরিক্ত ক্রিকেটার বাড়িয়েছে দলটি। তারা হলেন পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, আশেন বান্দারা, লক্ষ্মণ সান্দাকান ও রামেশ মেন্ডিস।

এর আগে দলের সঙ্গে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছিল নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা ও লাহিরু কুমারাকে।

এবারের বিশ্বকাপে দাসুন শানাকার অধীনে খেলবে লঙ্কানরা। শ্রীলঙ্কা মোট ২৩ জনের বিশাল বহর নিয়ে ওমান ও আরব আমিরাত বিশ্বকাপে খেলতে যাচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে আগামী ৩ অক্টোবর ওমানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে লঙ্কানদের।