টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে আরও ৫ অতিরিক্ত ক্রিকেটার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:37 শুক্রবার, 01 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত ১১ সেপ্টেম্বর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। মূল দলের সঙ্গে রাখা হয়েছিল চার অতিরিক্ত ক্রিকেটার।

এবার তারা আরও পাঁচজন ক্রিকেটারকে যোগ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তারা হলেন পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, আশেন বান্দারা, লক্ষ্মণ সান্দাকান ও রামেশ মেন্ডিস।

এর আগে দলের সঙ্গে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রাখা হয়েছিল নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা ও লাহিরু কুমারাকে।

এবারের বিশ্বকাপে দাসুন শানাকার অধীনে খেলবে লঙ্কানরা। শ্রীলঙ্কা মোট ২৩ জনের বিশাল বহর নিয়ে ওমান ও আরব আমিরাত বিশ্বকাপে খেলতে যাচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে আগামী ৩ অক্টোবর ওমানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে লঙ্কানদের।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, অকিলা ধনঞ্জয়া, মহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, প্রবীণ জয়বিক্রম।

অতিরিক্ত ক্রিকেটার: নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা, লাহিরু কুমারা, পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, আশেন বান্দারা, লক্ষ্মণ সান্দাকান ও রামেশ মেন্ডিস।