টি-টোয়েন্টি বিশ্বকাপ

আফগানিস্তানের বিপক্ষে কেউই সহজে জয় পাবে না, কোচের হুঁশিয়ারি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:31 শুক্রবার, 01 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ল্যান্স ক্লুজনারের তত্ত্বাবধানে প্রস্তুত হচ্ছে আফগানিস্তান। টুর্নামেন্টে চকম দেখাতে পারে রশিদ খান, মোহাম্মদ নবিরা। ক্লুজনার বলছেন, তাদের বিপক্ষে জিততে হলে যেকোনো দলকে লড়াই করেই জিততে হবে।

আফগান প্রধান কোচের মতে তাদের স্পিন আক্রমণ বিশ্বসেরা। আরব আমিরাতের কন্ডিশন অনেকটাই স্পিন বান্ধব। আর আফগানিস্তানের শক্তিমত্তার জায়গাও এই স্পিন। যেখানে আছে রশিদ, নবি, মুজিব উর রহমানের মতো স্পিনাররা। যারা ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে।

বিশ্বকাপে আফগানিস্তানের সম্ভাবনা প্রসঙ্গে ক্লুজনার বলেন, ‘আমি মনে করি আমাদের স্পিন অ্যাটাক বিশ্বসেরা। আমাদের বিপক্ষে জিততে হলে যেকোনো দলকে লড়াই করেই জিততে হবে। আমরা ভাগ্যবান যে, আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে।’

বোলিং যদি আফগানদের শক্তির জায়গা হয় তাহলে দলটির বড় দুর্বলতা অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ। এ প্রসঙ্গে ক্লুজনার বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্কোর বোর্ডে রান তোলা। এটাই এখন আমাদের প্রধান লক্ষ্য। প্রথমে ব্যাট করলে আমাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষকে ভালো একটা টার্গেট দেওয়া।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের নেতৃত্ব থাকবে মোহাম্মদ নবির কাঁধে। অভিজ্ঞ এই অলরাউন্ডারের ক্রিকেট প্রতিভা ঈর্ষণীয়। ক্লুজনার মনে করছেন নবির নেতৃত্বে সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্ব আসরে দারুণ কিছু করবে আফগানরা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নবির ক্রিকেট মস্তিষ্ক খুবই ভালো। সে খুবই শান্ত প্রকৃতির। দলের অভিজ্ঞ ক্রিকেটাররা ভালো খেলছে এবং তারা দায়িত্ব নিতে জানে। আমি মনে করি, এটা তাদের পারফর্ম করার সেরা সময়।’