টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

প্রিয় প্রতিপক্ষ নেই, সবার সঙ্গেই ভালো করতে হবে: সৌম্য

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:21 শুক্রবার, 01 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আগামী কিছুদিনের মধ্যেই দেশ ছাড়বে বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্ব মঞ্চে সব দলই সমান। জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকারও মানেন সেটা। তাই প্রিয় প্রতিপক্ষ নয় সবার সঙ্গেই ভালো করার লক্ষ্য তাদের।

এমনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে সব দলেরই সমান সুযোগ থাকে নিজেদের প্রমাণ করার। বাংলাদেশ যেমন খেলবে আফগানিস্তানের বিপক্ষে তেমনি খেলবে ভারতের মতো দলের বিপক্ষেও।

তাই সৌম্য কোন দলকেই প্রিয় প্রতিপক্ষ মানতে নারাজ, আলাদা কোন কিছুও নেই এখানে। সব প্রতিপক্ষকেই সমান মানছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১০ নম্বর দলের বিপক্ষেও সমান মনযোগ দিয়ে খেলতে চান।

সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সৌম্য বলেন, 'প্রিয় প্রতিপক্ষ বলে কেউ নেই। সবার সাথেই ভালো করতে হবে। আলাদা কোনো কিছু নেই। মাঠে সব প্রতিপক্ষই সমান। ১০ নম্বর দলের বিপক্ষে যে মনোযোগ নিয়ে খেলা উচিৎ।'

তিনি আরো বলেন, '১ নম্বর দলের বিপক্ষেও একই মনোযোগ নিয়ে খেলা উচিৎ। সবাইকে সমান চোখে দেখলে ভালো হয়। সব দল সমান। আলাদা কিছু না ভেবে নিজের সেরাটা দিতে হবে।'

বিসিবি থেকে ক্রিকেটারদের ছুটি দেয়া হলেও নিজেই অনুশীলন চালিয়ে গেছেন সৌম্য। আবার ওমানে গিয়েও দলের সঙ্গে অনুশীলন করবেন। তাই ভালো কিছুর আশা নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।

এ প্রসঙ্গে সৌম্য বলেন, 'এতদিন অনুশীলন করছিলাম। আশা করি প্রস্তুতি ভালো হয়েছে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে প্রস্তুতি ম্যাচও আছে। ওখানে প্রস্তুত হওয়ার আরও সুযোগ পাব। যতটুকু হয়েছে ভালো। ভালো কিছুর আশা নিয়েই যাব।'