পাকিস্তানের ক্রিকেট

যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে পারেন উমর!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:28 শুক্রবার, 01 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে যাচ্ছেন উমর আকমল। ধারণা করা হচ্ছে, আমেরিকা জাতীয় দলের হয়ে খেলতেই দেশটির উদ্দেশ্যে উড়াল দিয়েছেন পাকিস্তানের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

এর আগে বিভিন্ন দেশের ক্রিকেটাররা আমেরিকা জাতীয় দলের হয়ে খেলার জন্য দেশটিতে পাড়ি জমিয়েছেন। ফলে উমরের এই যাত্রাকেও অনেকেই মনে করছেন, তিনি দেশটির হয়ে খেলতেই চুক্তিবদ্ধ হেত যাচ্ছেন।

আমেরিকা গমনের বিষয়টি নিজের টুইটারে পোস্ট করেছেন উমর। যদিও কি কারণে তিনি আমেরিকা যাচ্ছেন তা খোলাসা করেননি। কিন্তু সেখানে যে দীর্ঘ সময় অবস্থান করবেন তা নিশ্চিত করেছেন।

উমর টুইটারে লেখেন, 'যদি সবকিছু ঠিক মতো হয়, তবে খুবই সম্ভব আমি দীর্ঘ সময়ের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করব। আমার সমর্থকদের প্রার্থনা দরকার আমার, যেভাবে তারা আগেও আমাকে সমর্থন যুগিয়ে এসেছে।'

উমর সর্বশেষ পাকিস্তান জাতীয় দলের জার্সিতে ২০১৯ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিলেন। এরপর আর তাকে মাঠে দেখা যায়নি।

ক্যারিয়ারে এ পর্যন্ত ১২১ ওয়ানডে খেলে ৩১৯৪ রান করেছেন তিনি। যেখানে দুটি সেঞ্চুরি ও ২০টি হাফসেঞ্চুরি রয়েছে। ১৬ টেস্টে তার সংগ্রহ ১০০৩ রান, যেখানে একটি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি রয়েছে।