Connect with us

আইপিএল

রুতুরাজ জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে: সাইমন


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন রুতুরাজ গায়কোয়াড। টুর্নামেন্টে তরুণ এই ওপেনারের পারফরম্যান্স মন কেড়েছে সাইমন ডুলের। জনপ্রিয় এই ধারাভাষ্যকারের বিশ্বাস, রুতুরাজের এই পারফরম্যান্স ভারতের তরুণ ওপেনারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে এবং সে খুব দ্রুতই জাতীয় দলে জায়গা করে নেবে।

আইপিএলের গত আসরে (২০২০) চেন্নাই কিংসের হয়ে অভিষেক হয় রুতুরাজ গায়কোয়াডের। আর অভিষেকেই বাজিমাত করেন তরুণ এই ওপেনার। আসরে ৬ ম্যাচে ৫১ গড়ে করেছিলেন ২০৪ রান। তার স্ট্রাইক রেট ছিল ১২০.৭১।

সেই ফর্ম তিনি টেনে এনেছেন এবারের আসরেও। এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৪০.৭০ গড়ে করেছেন ৪০৭ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন ১৩৪.৭৬ স্ট্রাইক রেটে। ডানহাতি এই ব্যাটসম্যানের এমন পারফরম্যান্স ভারতের জাতীয় দলের বাকি তরুণ ওপেনারদের জন্য চ্যালেঞ্জই বটে।

সাইমন বলেন, ‘আমি মনে করি শুভমান গিল এবং পৃথ্বি' শর মতো তরুণ ওপেনারদের ভাবাবে গায়কোয়াডের পারফরম্যান্স। আমি আগেও বলেছি আর এবারও বলছি সে ভারতের জাতীয় দলের দড়জায় কড়া নাড়ছে। আপনি ডু-প্লেসির মতো একজনের কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারেন। তার জন্য আদর্শ হতে পারে ডু-প্লেসি।’

রুতুরাজের ব্যাটিং নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদেরও। বিশেষ করে ডাউন দ্য উইকেটে গিয়ে লং অন বা লং অফের ওপর দিয়ে তার খেলা শটগুলো মনোমুগ্ধকর। আর তা মনে ধরেছে নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটারেরও।

রুতুরাজের ব্যাটিং প্রসঙ্গে সাইমন বলেন, ‘সে কিছু শটে দারুণ পারদর্শী বিশেষ করে ডাউন দ্য উইকেটে গিয়ে লং অনের উপর দিয়ে খেলা কিংবা এক্সট্রা কভার বা লং অফ দিয়ে শট খেলা। এমনকি রশিদের বিপক্ষেও সে ডাউন দ্য উইকেটে গিয়ে খেলছে যা অন্যদের ক্ষেত্রে দেখা যায় না। সে দারুণ ফর্মে আছে।’

সর্বশেষ

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দাপুটে জয়ে বাংলাদেশের গ্রুপে পা রাখল শ্রীলঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

প্রথম রাউন্ডে ভুগবে বাংলাদেশ, জানত স্কটল্যান্ড

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের স্থগিত হওয়া টেস্ট

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

কোহলির সঙ্গে বাবরকে তুলনা ঠিক না: ওয়াসিম আকরাম

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

ভারতকে যে কেউ বিধ্বস্ত করতে পারে: নাসের

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

উইলিয়ামসনকে বিশ্বকাপের সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশায় মরগান

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দলের যে কেউ উইন্ডিজকে ম্যাচ জেতাতে পারে: বদ্রি

আর্কাইভ

বিজ্ঞাপন