আইপিএল

রুতুরাজ জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে: সাইমন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:24 শুক্রবার, 01 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন রুতুরাজ গায়কোয়াড। টুর্নামেন্টে তরুণ এই ওপেনারের পারফরম্যান্স মন কেড়েছে সাইমন ডুলের। জনপ্রিয় এই ধারাভাষ্যকারের বিশ্বাস, রুতুরাজের এই পারফরম্যান্স ভারতের তরুণ ওপেনারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে এবং সে খুব দ্রুতই জাতীয় দলে জায়গা করে নেবে।

আইপিএলের গত আসরে (২০২০) চেন্নাই কিংসের হয়ে অভিষেক হয় রুতুরাজ গায়কোয়াডের। আর অভিষেকেই বাজিমাত করেন তরুণ এই ওপেনার। আসরে ৬ ম্যাচে ৫১ গড়ে করেছিলেন ২০৪ রান। তার স্ট্রাইক রেট ছিল ১২০.৭১।

সেই ফর্ম তিনি টেনে এনেছেন এবারের আসরেও। এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৪০.৭০ গড়ে করেছেন ৪০৭ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন ১৩৪.৭৬ স্ট্রাইক রেটে। ডানহাতি এই ব্যাটসম্যানের এমন পারফরম্যান্স ভারতের জাতীয় দলের বাকি তরুণ ওপেনারদের জন্য চ্যালেঞ্জই বটে।

সাইমন বলেন, ‘আমি মনে করি শুভমান গিল এবং পৃথ্বি' শর মতো তরুণ ওপেনারদের ভাবাবে গায়কোয়াডের পারফরম্যান্স। আমি আগেও বলেছি আর এবারও বলছি সে ভারতের জাতীয় দলের দড়জায় কড়া নাড়ছে। আপনি ডু-প্লেসির মতো একজনের কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারেন। তার জন্য আদর্শ হতে পারে ডু-প্লেসি।’

রুতুরাজের ব্যাটিং নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদেরও। বিশেষ করে ডাউন দ্য উইকেটে গিয়ে লং অন বা লং অফের ওপর দিয়ে তার খেলা শটগুলো মনোমুগ্ধকর। আর তা মনে ধরেছে নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটারেরও।

রুতুরাজের ব্যাটিং প্রসঙ্গে সাইমন বলেন, ‘সে কিছু শটে দারুণ পারদর্শী বিশেষ করে ডাউন দ্য উইকেটে গিয়ে লং অনের উপর দিয়ে খেলা কিংবা এক্সট্রা কভার বা লং অফ দিয়ে শট খেলা। এমনকি রশিদের বিপক্ষেও সে ডাউন দ্য উইকেটে গিয়ে খেলছে যা অন্যদের ক্ষেত্রে দেখা যায় না। সে দারুণ ফর্মে আছে।’