আইপিএল

অভিজ্ঞ রায়নাতেই আস্থা ফ্লেমিংয়ের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:45 শুক্রবার, 01 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এক আসর বিরতি দিয়ে এবার আবারও চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন সুরেশ রায়না। কিন্তু টুর্নামেন্টে এখনও পর্যন্ত নিজের ছায়া হয়ে আছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে স্টিফেন ফ্লেমিং বলছেন, তার অভিজ্ঞতায় আস্থা রাখছে চেন্নাই, সামনের ম্যাচগুলোতে সে ভালো কিছু করবে।

গত আসরে আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন রায়না। বিরতির পর চেন্নাইয়ের হয়ে তার প্রত্যাবর্তনটা হয়েছিল মনে রাখার মতো। আসরে নিজেদের প্রথম ম্যাচে দিল্লির বিপক্ষে ৩৬ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এরপর দশ ইনিংসে বিশের কোটা পার হতে পেরেছেন কেবল একবার। সব মিলিয়ে এই আসরে ১১ ইনিংসে ১৯.৬২ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১৫৭ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন ১২৭.৬৪ স্টাইকরেটে।

রায়না প্রসঙ্গে ফ্লেমিং বলেন, ‘আমরা তার অভিজ্ঞতার মূল্য বুঝি। সে আমাদের মিডল অর্ডারের আস্থা এবং এটা আমাদের ব্যাটিংয়ের অন্যতম শক্তির জায়গা। যদিও তার পারফর্ম্যান্সে কিছুটা ভাটা পড়েছে তারপরও সে একজন অভিজ্ঞ ক্রিকেটার। আমি আশা করি, এই টুর্নামেন্টেই সে ভালো কিছু করবে।’

রায়না স্বভাবতই আক্রমণাত্মক ব্যাটিং করতে ভালোবাসেন পাশাপাশি এটি তার ব্যাটিংয়ের বড় শক্তির জায়গাও। চেন্নাই টিম ম্যানেজমেন্টও তাকে একই ভূমিকায় দেখছে। ফ্লেমিং বলছেন, রায়নাকে তার পছন্দমতো ব্যাটিং করতে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘রায়নাকে ব্যাটিংয়ে নির্দিষ্ট দায়িত্ব দিয়েছি। সে আক্রমণাত্মক ব্যাটিং করতে পছন্দ করে, তাকে সেটাই করতে দেওয়া হচ্ছে। একজনকে আক্রমণাত্মক ব্যাটিং করানোর মতো সক্ষমতা আমাদের ব্যাটিং লাইনআপের আছে। অন্যান ব্যাটসম্যানরা পারফর্ম করায়, এটা দলের উপর চাপ ফেলছে না।’