অ্যাশেজ

রুট না খেললেও সময়মতোই হবে অ্যাশেজ: পেইন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:39 শুক্রবার, 01 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এই বছরের শেষের দিকে অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ইংল্যান্ড। কিন্তু কোভিড নিয়ন্ত্রণ নীতিতে অস্ট্রেলিয়া সরকারের বাড়তি সতর্কতা শঙ্কায় ফেলেছে এই সিরিজের ভবিষ্যত। ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুটসহ দলটির বেশ কয়েকজন ক্রিকেটার এই সফরে যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তবে টিম পেইন বলছেন, রুট সফরে না আসলেও অ্যাশেজ সিরিজ সময়মতোই অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ার সরকার এবং দেশটির ক্রিকেট বোর্ড চায় না, করোনার প্রকোপের মাঝে পরিবার নিয়ে কোনও দল সেই দেশে গিয়ে খেলুক। কিন্তু ইংলিশ ক্রিকেটাররা পরিবারসহ যেতে চান এই সফরে।

ইংলিশ গণমধ্যমে গুঞ্জন আছে ক্রিকেটারদের এই শর্ত মানা না হলে, শেষ পর্যন্ত এই সফর থেকে নাম সরিয়ে নিতে পারেন অধিনায়ক রুটসহ প্রায় দশ জন ক্রিকেটার। যদিও এ ধরনের শর্তের ব্যাপারে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

পেইন মনে করেন সব ঠিক থাকলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৮ ডিসেম্বর প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে মর্যাদার অ্যাশেজ লড়াই। তার বিশ্বাস, ইংলিশ অধিনায়ক এই সিরিজে না খেললেও ইংল্যান্ড দল ঠিকই আসবে।

পেইন বলেন, ‘জো রুট না খেললেও অ্যাশেজ হবে। ৮ ডিসেম্বর প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। ইংল্যান্ড দল এখানে আসতে চাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। তবে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে এই সফরে আসবে, না কি আসবে না।’

তিনি আরও বলেন, ‘সফরে আসতে ইংল্যান্ডের ক্রিকেটারদের কেউ বাধ্য করছে না। এখানে আপনার পছন্দকে গুরুত্ব দেওয়া হয়, এটাই হচ্ছে ক্রিকেটের সৌন্দর্য। আপনি যদি অ্যাশেজ সফরে না আসতে চান, তাহলে আসবেন না।’