আইপিএল

ব্রাভো-কারানের প্রতিযোগিতা উপভোগ করছে চেন্নাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:36 শুক্রবার, 01 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। দলকে প্লে অফে তুলতে দারুণ ভূমিকা পালন করেছেন চেন্নাইয়ের দুই অলরাউন্ডার স্যাম কারান এবং ডোয়াইন ব্রাভো। এই দুই অলরাউন্ডারের মধুর প্রতিযোগিতা উপভোগ করছে চেন্নাই ম্যানেজমেন্ট।

দলে ফাফ ডু প্লেসি, মঈন আলী ও জস হ্যাজেলউড নিয়মিত ম্যাচ খেলায় চতুর্থ বিদেশি ক্রিকেটারের কোটায় লড়তে হচ্ছে দুই ইনফর্ম অলরাউন্ডার ব্রাভো ও কারানকে।

আইপিএলের প্রথম অংশে প্রায় নিয়মিতই সুযোগ পান চেন্নাইয়ের ইংলিশ রিক্রুট কারান। দ্বিতীয় অংশে আবার সুযোগ পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ৭.২২ ইকোনমি রেটে বোলিং করে চেন্নাইয়ের ডেথ বোলিংয়ের মূল ভরসা এখন তিনি। পাশাপাশি দুজনই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে ফিনিশিংয়ে অবদান রেখেছেন।

এই দুই অলরাউন্ডারের প্রতিযোগিতার কথা সম্পর্কে দলটির কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, 'প্রথম অংশে স্যাম আমাদের জন্য অসাধারণ ছিল। এখন ডোয়াইন ব্রাভো ফিরে এসেছে। সে অসাধারণ একজন চ্যাম্পিয়ন। সুতরাং অলরাউন্ড পজিশনে খুব ভালো প্রতিযোগিতা হচ্ছে। আপনি এমনটাই চাইবেন। দুজন অসাধারণ ক্রিকেটার একই জায়গার জন্য লড়বে এবং নিজেদের সেরাটা বের করে আনবে।'

তিন ম্যাচ হাতে রেখে প্লে অফ নিশ্চিত হওয়ায় চেন্নাইয়ের সামনে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে। এই সুযোগ হাতছাড়া করতে চান না ফ্লেমিং। চেন্নাইয়ের আসন্ন ম্যাচগুলোতে ব্রাভো-কারানকে একসঙ্গে খেলানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

ফ্লেমিং আরও বলেন, 'সামনের কোনও ম্যাচে হয়তো তারা দুজনই খেলতে পারে। ব্রাভো যেভাবে চ্যালেঞ্জে সায় দিচ্ছে সেটা আমাদের খুবই ভালো লাগছে। সে তার সেরা সময়ে ফিরে এসেছে। ডেথ ওভারে সে দারুণ বোলিং করে। দলের বোলাররা যার যার ভূমিকা সম্পর্কে অবগত।'