আইপিএল ছাড়লেন গেইল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:13 শুক্রবার, 01 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরেও পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন ক্রিস গেইল। আইপিএল শেষ না হলেও পাঞ্জাবের হয়ে পরবর্তী ম্যাচগুলোতে দেখাতে যাবে না ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যানকে।

টানা জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তির কারণে আইপিএল ছাড়ার ঘোষণা দিয়েছেন গেইল। বাঁহাতি এই ব্যাটসম্যানের আইপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

লম্বা সময় ধরেই জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলছেন গেইল। জাতীয় দলের হয়ে খেলার সঙ্গে পাশাপাশি কদিন আগে মাঠ মাতিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল)। টানা জৈব সুরক্ষা বলয়ের ধকল কাটাতে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মানসিকভাবে চাঙ্গা থাকতে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন গেইল।

আইপিএলের এবারের আসরে পাঞ্জাবের হয়ে ১০ ম্যাচ খেলেছেন গেইল। ভারত পর্বে আটটি এবং সংযুক্ত আরব আমিরাত পর্বে খেলেছেন মোটে ২ ম্যাচ। তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মারকুটে এই ব্যাটসম্যান।

এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলা গেইলের ব্যাট থেকে এসেছে ১৯৩ রান। সংযুক্ত আরব আমিরাতে পর্বে খেলা ২ ম্যাচে গেইলের রান মোটে ১৫। এবারের আসরে কোন হাফ সেঞ্চুরি পাননি তিনি। 

আগামী ১৭ই অক্টোবর আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে গ্রুপ ১ এ। সেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাছাই পর্ব পেরিয়ে আসা দুটি দল।