ভারতীয় ক্রিকেট

দ্রাবিড়কে কোচ ও ধোনিকে পরামর্শক হিসেবে চান প্রসাদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:11 বৃহস্পতিবার, 30 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শেষ হওয়ার পর ভারতের কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। নতুন মেয়াদে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে চুক্তিবন্ধ হবেন না বলে জানিয়েছেন তিনি। তাতে বিরাট কোহলিদের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন রাহুল দ্রাবিড়।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের শক্তি বাড়াতে মহেন্দ্র সিং ধোনিকে পরামর্শক বানিয়েছে ভারত। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ায় বিশ্বকাপের পর আর পরামর্শক হিসেবে থাকছেন না ধোনি। তবে দ্রাবিড় ও ধোনির হাতে ভারতের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন এমএসকে প্রসাদ।

ভারতের কোচ হিসেবে দ্রাবিড় দায়িত্ব নিলে বিষয়টি দারুণ ব্যাপার হবে মনে করে প্রসাদ। পূর্ণ মেয়াদে পরামর্শক হিসেবে না থাকলেও ভবিষ্যতে আবারও এই পদে ধোনিকে দেখতে চান তিনি। দ্রাবিড় ও ধোনি একসঙ্গে দলে যুক্ত হলে তা ভারতের জন্য আশির্বাদ হবে বলেও উল্লেখ করেন প্রসাদ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার হৃদয়ে এ ধরণের অনুভূতি ছিল। সম্প্রতি আমার সহকর্মীরা আমাকে চ্যালেঞ্জ করেছিল যে অবশ্যই রবি ভাইয়ের যুগের পরে, এমএসকে একজন পরামর্শদাতার ভূমিকায় এবং রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে আসবে। কোচ হিসেবে রাহুল ও পরামর্শক হিসেবে এমএস (ধোনি) ভারতের ক্রিকেটের জন্য আশীর্বাদ হতে চলেছে। তারা উভয়ই শান্ত, স্থির ও গ্রাহক এবং একজন আবার প্রবল অধ্যয়নশীল এবং কঠোর পরিশ্রমী।’

গত জুলাইয়ে দ্রাবিড়কে প্রধান কোচ করে শ্রীলঙ্কায় দ্বিতীয় শ্রেণির দল পাঠিয়েছিল ভারত। তাতে অনেকটা পরিষ্কার যে ভারতের পরবর্তী কোচ হিসেবে দ্রাবিড়ের নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। তবে দ্রাবিড় ও ধোনিকে ভবিষ্যতে বিসিসিআইয়ের দায়িত্বে না দেখতে পারলে প্রসাদ বেশ হতাশ হবেন বলে জানিয়েছেন তিনি।

প্রসাদ বলেন, ‘আইপিএল চলাকালীন ধারাভাষ্য করার সময় আমার সহকর্মী ভাষ্যকারদের সঙ্গে আমার এই আলোচনা ছিল। আমার একটা অনুভূতি ছিল যে রাহুল একজন অধ্যায়নশীল ব্যক্তি সে রবি ভাইয়ের যুগের পর ভারত দলে মান যোগ করবে। সুতরাং এটি একটি দুর্দান্ত পরিকল্পনা যা ঘটছে। রাহুল যদি কোচ হতে না পারেন এবং এমএস এই ম্যানেজমেন্টের যুগে একজন পরামর্শদাতা না হন তবে আমি খুব হতাশ হবো।’