ভারতীয় ক্রিকেট

ভারতকে দোষারোপ করা পাকিস্তানের পুরনো অভ্যাস!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:25 বৃহস্পতিবার, 30 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নিরাপত্তার অযুহাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ না খেলেই দেশে ফিরেছিল নিউজিল্যান্ড। টম লাথামদের এমন কাণ্ডে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত পাকিস্তানের ক্রিকেট অঙ্গন। কিউই ক্রিকেটারদের হুমকি দেওয়ার বিষয়টির সঙ্গে ভারতের যোগসাজস রয়েছে বলে অভিযোগ তুলেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের এমন অভিযোগ অস্বীকার করে আসছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফায়াদ চৌধুরি জানিয়েছিলেন, কিউইদের হুমকি দোয়ে ই-মেইলটি ভারত থেকে পাঠানো হয়েছে। পাকিস্তানের যেকোনো ইস্যুতে বার বার ভারতের বিরুদ্ধে অভিযোগ ওঠায় কড়া জবাব দিয়েছেন বিসিসিআইয়ের একজন কর্মকতা। 'ছোট বা বড় খবরে' ভারতের নাম ব্যবহার করা পাকিস্তানের পুরনো অভ্যাস বলে দাবি করেছেন তিনি।

ভারত সবসময় পাকিস্তানের ক্রিকেট নিয়ে শুভকামনা জানায় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা রমিজ রাজার সৌভাগ্য কামনা করি যে তার অধীনে পাকিস্তান ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাক। আমরা একটি বিষয় পরিষ্কার করতে চাই যে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল ইস্যুতে বিসিসিআইয়ের কোনো ভূমিকা নেই।’

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ বাতিল করার প্রধান কারণ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) দায়ী করেছিলেন পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। তাছাড়া ভারতের প্রতি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান রমিজ রাজা। পাকিস্তান এসব অভিযোগ অহেতুক বলে উল্লেখ করেন বিসিসিআইয়ের সেই কর্মকর্তা।

তিনি বলেন, ‘আমি জানি না কেন কয়েকজন সাবেক পাকিস্তানি খেলোয়াড় বিনা কারণে আইপিএলকে অভিশাপ দিচ্ছে? আমি কোথাও পড়েছিলাম যে রাজা বলেছিলেন যে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা আইপিএলে খেলার অর্থের জন্য তাদের ডিএনএ পরিবর্তন করেছে। সে অভিযোগ তুলেছে অজিরা তাদের চেনাচরিত আক্রমণাত্বক পন্থা না অবলম্বন করে ভারতের বিপক্ষে স্বাচ্ছন্দে খেলছে।’

পিসিবিরি নতুন দায়িত্ব নিয়েই কঠিন সময় পার করছেন রমিজ। বিষয়টি বেশ ভালোভাবে বুঝতে পারছেন বলে দাবি করেছেন সেই বিসিসিআই কর্মকর্তা। তবে সবসময় ভারতকে দোষারোপ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমরা বুঝতে পারি যে আপনার খারাপ লাগছে কিন্তু ভারতকে সর্বত্র টেনে নেওয়ার দরকার নেই।’