ভারতীয় ক্রিকেট

কোহলিকে নিয়ে অসন্তোষের খবর উড়িয়ে দিল বিসিসিআই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:15 বৃহস্পতিবার, 30 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলির এমন সিদ্ধান্ত অনেকের কাছেই খটকা লেগেছিল। অধিনায়কত্ব ছাড়ার পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করে যে, বোর্ড এবং দলের ক্রিকেটাররা কোহলির প্রতি অসন্তোষ।

যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুন সিং ধুমাল। সেই সঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমের দিকে আঙুল তুলে ধুমাল জানিয়েছেন, মিডিয়ার উচিত এসব ফালতু খবর বন্ধ করা।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না কোহলি। সব মিলিয়ে চাপ বাড়ছিল তার উপর। কোহলি অধিনায়কত্ব ছাড়ার সময় জানিয়েছিলেন, মূলত চাপ কমাতেই টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও বেশ কয়েকদিন থেকেই আলোচনায় ছিল তার সঙ্গে দলের সিনিয়র ক্রিকেটারদের সম্পর্ক।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর দলের এক সিনিয়র ক্রিকেটার তার বিরুদ্ধে অভিযোগও করেছিল বিসিসিআইয়ের কাছে। এমন খবর প্রকাশ করেছিল ডেইলি মেইল। যদিও সেই খবর উড়িয়ে দিয়েছে বিসিসিআই।

এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে ধুমাল বলেন, ‘মিডিয়ার উচিত এসব ফালতু খবর খেলা বন্ধ করা। আমি এটা প্রকাশ্যে বলছি, কোনো ভারতীয় ক্রিকেটার, লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেনি বিসিসিআইয়ের কাছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি ভুয়া প্রতিবেদন নিয়ে বিসিসিআই উত্তর দিয়ে যাবে, এটা হতে পারে না। কদিন আগে খবর প্রকাশিত হলো, ভারতের বিশ্বকাপ দলে পরিবর্তন আসবে। এসব কথা কে বলে তাদেরকে!’