আইপিএল

মরগান-অশ্বিনের তর্কের কারণ জানালেন কার্তিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:01 বুধবার, 29 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটেলসের ম্যাচে তর্কে জড়িয়েছিলেন ইয়ন মরগান ও রবিচন্দ্রন অশ্বিন। ঠিক কি কারণে তাঁরা দুজনে তর্কে জড়িয়েছিলেন সেটা তখন জানা না গেলেও পরবর্তীতে খোলসা করেছেন দীনেশ কার্তিক। 

ঘটনাটি ঘটে দিল্লির ব্যাটিং ইনিংসের শেষ ওভারে। টিম সাউদির বলে পুল করতে গিয়ে ক্যাচ আউট হন অশ্বিন। ডানহাতি এই ব্যাটসম্যান ফেরার সময় তাঁকে উদ্দেশ্যে করে কিছু একটা বলেছিলেন সাউদি। প্রতিউত্তর দেন অশ্বিনও। 

এমন সময় সেখানে এগিয়ে আসেন মরগান। পরবর্তীতে মরগানের সঙ্গেও কথার লড়াই হয় অশ্বিনের। তাঁরা দুজন তর্কে জড়ানোর সেটার মধ্যাস্থতা করেন কার্তিক। ঘটনার আসল কারণ বলতে গিয়ে কলকাতার এই উইকেটরক্ষক জানিয়েছেন, আগের একটি ঘটনা থেকে এটির সুত্রপাত হয়।

রাহুল ত্রিপাঠির ছোঁড়া বল পান্তের গায়ে লেগে অন্য দিকে গেলে তখন রান নেয়ার জন্য দৌড় দেন অশ্বিন। যা মোটেও পছন্দ করেননি মরগান। ঠিক এই কারণে অশ্বিনের সঙ্গে মরগান তর্কে জড়িয়েছিলেন বলে মনে করেন কার্তিক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাহুল ত্রিপাঠি একটা বল ছুড়েছিল যেটা ঋষভ পন্থের গায়ে লেগে অন্যদিকে চলে যায়। অশ্বিন সেটাতেও রান নেওয়ার জন্য দৌড়তে শুরু করে। আমার মনে হয় মর্গ্যানের ওটা পছন্দ হয়নি। বল ব্যাটারের গায়ে লেগে অন্য দিকে গেলে সেটায় রান নেওয়াটা ও পছন্দ করে না।’

কার্তিক আরও বলেন, ‘কারণ সেটা ক্রিকেটের ঐতিহ্যের বিরুদ্ধে। ক্রিকেটীয় নিয়মে এটা খুব স্পর্শকাতর এবং চর্চার বিষয়। আমারও এ নিয়ে নির্দিষ্ট মতামত আছে। কিন্তু বিস্তারিত আলোচনা করতে চাই না। দু’জনের মধ্যস্থতা করতে পেরে আমি খুশি। এখন সব ঠিক আছে।’