ভারতের ক্রিকেট

কোহলির পর অধিনায়ক হিসেবে রোহিতই প্রথম পছন্দ গাভাস্কারের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:31 বুধবার, 29 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেটের এই ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। তাতে অভিজ্ঞতার বিচারে ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন রোহিত শর্মা।

তেমনটি হলে রোহিতের সহ-অধিনায়ক হিসেবে লোকেশ রাহুল বা ঋষভ পান্তকে এগিয়ে রাখছেন সুনীল গাভাষ্কার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অধিনায়কত্ব করে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার শিরোপা জিতিয়ে নেতা হিসেবে যোগ্যতার প্রমাণ দিয়েছেন রোহিত।

এদিকে গত কয়েক মৌসুম ধরে পাঞ্জাব কিংসকে বেশ ভালোভাবেই নেতৃত্ব দিচ্ছেন রাহুল। তাই ভারতের পরবর্তী দুই বিশ্বকাপের জন্য রোহিতকে অধিনায়ক ও রাহুলকে সহ-অধিনায়ক হিসেবে দেখতে চান গাভাষ্কার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে রোহিত পরবর্তী দুটি বিশ্বকাপে অধিনায়ক থাকবে কারণ টুর্নামেন্ট দুটো পরপর আয়োজিত হবে। একটি এক মাসের মধ্যেই এবং বাকিটা আগামী বছর আয়োজিত হবে। হ্যাঁ পরিষ্কারভাবে আপনি বিশেষ টুর্নামেন্টে বার বার অধিনায়ক বদলাতে চাইবেন না।'

তিনি আরো বলেন, 'এই দুই বিশ্বকাপের জন্য ভারতের অধিনায়ক হিসেবে আমি নিঃসন্দেহে রোহিত শর্মাকেই পছন্দ করব। তারপর আমি সহ-অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলের দিকে চোখ রাখব। সেই সঙ্গে আমি ঋষভ পান্তকে বিবেচনায় রাখব কারণ সে সত্যিই অসাধারণভাবে তারকা সমৃদ্ধ দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিচ্ছে।'

ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারায় রাহুল ও পান্তের প্রশংসা করে গাভাস্কার বলেন, ‘আপনি সবসময় ক্ষুরধার অধিনায়ক চাইবেন যে খুব দ্রুত পরিস্থিতি বুঝে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। তাই হ্যাঁ এসব কারণেই রাহুল ও পান্ত দুজন ব্যক্তি যাদের আমি সহ-অধিনায়ক হিসেবে দেখছি।’