আইপিএল

বিশ্বকাপ নয় আইপিএলে মন দাও, ইশান-সূর্যকুমারকে লারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:00 বুধবার, 29 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে ব্যাট হাতে এখনও নিজেদের মেলে ধরতে পারেননি ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব। টপ-অর্ডারে এই তরুণ দুই ব্যাটসম্যানের ব্যর্থতায় টুর্নামেন্টে খাবি খাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিষাণ ও সূর্যকূমার দুজনই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে বেশি মনোযোগী হওয়ায় তারা নিজেদের সেরাটা দিতে পারছেন না বলে মনে করেন ব্রায়ান লারা।

চলমান আইপিএলে শেষ তিন ম্যাচে যথাক্রমে ১১, ১৪ ও ৯ রান করেছেন ইশান। এমন নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন তিনি। এদিকে শেষ চার ইনিংসে সূর্যকুমারের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৩, ৫, ৮ ও ০ রান।

এই দুই ক্রিকেটারের সঙ্গে দলের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সম্পূর্ণ ফিট না থাকায় কঠিন সময় পার করছে মুম্বাই। চলমান আসরে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থাকায় প্লে অফ খেলা অনেকটাই কঠিন হয়ে গেছে দলটির জন্য। ইশান ও সূর্যকুমারের মতো ক্রিকেটাররা এমন গা ছাড়া ভাবে খেলতে থাকলে বিশ্বকাপে বিষয়টি ভারতের মাথা ব্যাথার কারণ হবে বলে মনে করছেন লারা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হয়ত ভারতের দল নির্বাচন (তাদের সমস্যার সম্ভাব্য কারণ হতে চলেছে)। কারণ অনেক ছেলেরা হয়তো এখনও তাদের মান-মর্যাদা নিয়েই বসে আছে। ওরা মনে রেখেছে ভারতীয় দল কিংবা অন্য কিছু হয়তো অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

লারা আরও বলেন, ‘কিন্তু এটি সেই জায়গা (মুম্বাই ইন্ডিয়ান্স) যেখানে তুমি রুটি ও মাখন নিয়ে বসে আছ। আইপিএলে খেলে এখানেই তুমি এটা করছ। সূর্যকূমার ও ইশান কিশানের দিকে তাকান, আর তিওয়ারির (সৌরভ তিওয়ারি) দিকে তাকান, তাকে (তিওয়ারি) ওই দুজনের চেয়ে বেশি ক্ষুধার্ত দেখাচ্ছে।’

এখন হাত গুটিয়ে বসে থাকায় সময় নেই বলেও কিশান-সূর্যকুমারকে সতর্ক করেছেন লারা। আগের তুলনায় আরও বেশি পেশাদারী মনোভাবের সঙ্গে মুম্বাইকে সাহায্য করার জন্য নিজেদের দিতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে এই দুজনকে বিশ্বকাপ থেকে চোখ সরিয়ে মুম্বাইয়ের দিকে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন কিংবদন্তী এই ব্যাটসম্যান।

লারা বলেন, ‘আমি বলব সেই ছেলেদের এখন একটু বেশি পেশাদার হতে হবে এবং তাদের দলকে টুর্নামেন্ট জিততে সাহায্য করার চেষ্টা করতে হবে। বিশ্বকাপের কথা আপাতত ভুলে যাও, এমআইকে (মুম্বাই) টুর্নামেন্টে ফেরানো এখন তোমাদের কাজ হয়ে দাঁড়িয়েছে।’