ভারত - পাকিস্তান সিরিজ

আবারও ভারত-পাকিস্তান সিরিজ চান খাওয়াজা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:28 বুধবার, 29 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেটার থেকে সমর্থক, সবাই ভারত-পাকিস্তানের লড়াইয়ের জন্য মুখিয়ে থাকেন। যদিও রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরেই নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না দল দুটি। তাই চরম উত্তাপ ছড়ানো এই দুই দলের লড়াই উপভোগ করতে ভক্তদের আশায় বুক বাঁধতে হয় আইসিসির বৈশ্বিক আসরের জন্য।

ভারত ও পাকিস্তানের মধ্যকার হাড্ডাহাড্ডি ম্যাচ বেশ মিস করেন উসমান খাওয়াজাও। পাকিস্তানের মাটিতে জন্ম হওয়ায় ছোট বেলায় বাবা-মার সঙ্গে বসে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের ম্যাচ উপভোগ করতেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। তবে এখন সেই নেই বললেই চলে। যদিও আবারও ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ চান খাওয়াজা

এ প্রসঙ্গে খাওয়াজা বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি যেটা মিস করছি তা হলো ভারত ও পাকিস্তানের ম্যাচ। আমি বাবা-মার সঙ্গে তাদের ম্যাচগুলো দেখতে দেখতে বড় হয়েছি। এটা আর না হওয়ার বিষয়টি আমি অপছন্দ করি। ক্রিকেটে সবচেয়ে বড় বিষয় এটি মিস করা এবং আমরা যদি এই দুটি দেশকে আবার খেলতে দেখতে পারি তাহলে এটা আশ্চর্যজনক হবে।’

ভারত-পাকিস্তানের ম্যাচ আয়োজনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) উদ্যোগী হওয়ায় আহ্বান জানিয়েছেন খাওয়াজা। সেই সঙ্গে ক্রিকেটে অস্ট্রেলিয়াকেও (সিএ) এগিয়ে আসার তাগিদ দিয়েছেন তিনি। তাঁদের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সিরিজ আয়োজন সম্ভব বলে মনে করেন খাওয়াজা।

অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এটি এমন বিষয় যে (ভারত-পাকিস্তানের ম্যাচ প্রসঙ্গে) আমি আইসিসিকেও উদ্যোগী হতে বলেছি। আমি এই বিষয়ে আইসিসির কয়েকজনের সঙ্গে কথা বলেছি। এমনকি আমি এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলেছি। আমি মনে করি এটিই একমাত্র পন্থা যা দুই দেশকে একত্রিত করতে পারে।’

২০১২ সালে শেষবারের মতো নিজেদের মধ্যে সিরিজ খেলেছিল ভারত ও পাকিস্তান। ২০১৪ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল পরবর্তী আট বছরে ভারতের সঙ্গে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথা। তবে ভারতের সরকারের কাছ থেকে অনুমোদন না পাওয়ার কারণ দেখিয়ে পরবর্তীতে আর সিরিজ আয়োজন করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।