টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে আয়ারল্যান্ডের পরামর্শক পোর্টারফিল্ড-উইলসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:14 মঙ্গলবার, 28 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গ্যারি উইলসন ও উইলিয়াম পোর্টারফিল্ডকে সাপোর্ট স্টাফ সংযুক্ত করল আয়ারল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতে কোয়ারেন্টাইনে থাকা দলের সঙ্গে ইতোমধ্যে যোগ দিয়েছেন উইলসন। এদিকে মঙ্গলবারই (২৮ আগস্ট) দলের সঙ্গে যোগ দেওয়ার কথা পোর্টারফিল্ডের।

চলতি বছরের শুরুর দিকে উইলসন এবং পোর্টারফিল্ডকে জাতীয় দলের পরামর্শক হিসাবে নিয়োগ দিয়েছিল ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। মূলত আইসিসির বৈশ্বিক আসরটিতে দলীয় পারফরম্যান্সে উন্নতির জন্যই তাঁদের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০২০ সালে জাতীয় দল থেকে উইলসন অবসর নিলেও এখনো খেলা চালিয়ে যাচ্ছেন পোর্টারফিল্ড। টি-টোয়েন্টি দলে অনিয়মিত হয়ে পড়লেও ওয়ানডেতে এখনো আইরিশদের নেতৃত্ব দেন তিনি।

এদিকে স্পেন থেকে ইতোমধ্যে দুবাই পৌঁছেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পাওয়া রায়ান ইয়াগলসন। দুবাইয়ে পৌঁছে বাধ্যতামূলক ছয় দিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।

আগামী ১৭ অক্টোবর থেকে ওমান ও আরব আমিরাতের মাটিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আইসিসির জমকালো আসরটির আগে আগামী ১ অক্টোরব থেকে প্রস্তুতি শিবির শুরু করতে পারবে অংশগ্রহণকারী দলগুলো।

এবারের বিশ্বকাপের মূল পর্বে খেলতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো বাছাই পর্বের বাধা পেরোতে হবে আয়ারল্যান্ডকে। বিশ্বকাপ বাছাই পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও নামিবিয়া।