আইপিএল

ওয়ার্নার হায়দরাবাদের পরিকল্পনায় নেই: ইরফান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:46 মঙ্গলবার, 28 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম পর্বে ব্যাট হাতে দুটি হাফসেঞ্চুরির সঙ্গে দুটি ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। তবে ধীর গতির ব্যাটিং ও সানরাইজার্স হায়দরাবাদের জয়ে অবদান রাখতে না পারায় একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। দ্বিতীয় পর্বে এসেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ওয়ার্নার। যে কারণে নিজেদের শেষ ম্যাচে ওয়ার্নারের পরিবর্তে জেসন রয়কে একাদশে খেলিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের দ্বিতীয় পর্বে হায়দরাবাদের প্রথম ম্যাচে শুন্য রানের পর দ্বিতীয় ম্যাচে ২ রান করে ফিরেছিলেন ওয়ার্নার। তাতে মূল একাদশ থেকে আবারও জায়গা হারিয়েছেন তিনি। বার বার দল থেকে ছিটকে পড়ায় হায়দরাবাদ যে ওয়ার্নারের বিকল্প ভাবছে সেটা পরিষ্কারভাবে ফুটে উঠছে বলে মনে করছেন ইরফান পাঠান।

ভবিষ্যতে ভালো সার্ভিস দেবে হায়দরাবাদ এমন কারো সন্ধান করছে উল্লেখ করে তিনি বলেন, ‘সানরাইজার্স ভবিষ্যতের জন্য কাওকে সন্ধান করছে, তাই না? এটা ডেভিড ওয়ার্নারের জন্য পরিষ্কার সংকেত যে আমরা তোমার বিকল্প খুঁজছি। এটা খুবই সহজ জিনিস।

হায়দরাবাদের সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘মৌসুমের শুরুতে সে অধিনায়ক ছিল। তারপর তারা (হায়দরাবাদ) তাকে দল থেকে এবং অধিনায়কত্ব থেকে বাদ দেয়। তারপর তারা তাকে বিরতির পরে ফিরিয়ে আনল এবং তারপর তারা আবার তাকে বসিয়ে রাখল। তার মানে তারা ভবিষ্যতের দিকে চোখ রাখছে।’

অধিনায়ক হিসেবে হায়দরাবাদকে একবার শিরোপা জিতিয়েছেন ওয়ার্নার। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে হায়দরাবাদ প্রিয়ম গার্গ ও অভিষেক শর্মার মতো তরুণ ক্রিকেটারদের চোখ রাখছে বলে উল্লেখ করেন ইরফান। বিষয়টি হায়দরাবাদের জন্য বেশ ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘প্রিয়াম গার্গ এসেছে, অভিষেক শর্মা এসেছে। তারা শুধু তাদের সেরা খেলোয়াড়দের বাজিয়ে দেখতে যারা ভবিষ্যতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে পারে। আমি আজ যা দেখলাম, সানরাইজার্স হায়দরাবাদের জন্য সত্যিই ইতিবাচক।’