আইপিএল

ওয়ার্নারদের সাইডবেঞ্চে রাখার ইঙ্গিত বেলিসের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:32 মঙ্গলবার, 28 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। ইতোমধ্যেই ভেঙ্গে গেছে তাদের কোয়ালিফায়ারের স্বপ্ন। তাই ডেভিড ওয়ার্নার-মানিশ পান্ডের মতো অভিজ্ঞদের সাইডবেঞ্চে বসিয়ে রেখে তরুণ ক্রিকেটারদের বাজিয়ে দেখতে চান হায়দরাবাদের কোচ ট্রেভর বেলিস।

এবারের আইপিএলে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মানিশ পান্ডের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা এবার কিছুই করতে পারেননি। তাদের বারবার সুযোগ দেওয়ার পরও ঘুরে দাড়াতে না পারায় এবার আস্থা হারিয়েছে হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট।

সোমবারের (২৭ সেপ্টেম্বর) ম্যাচে রাজস্থানের বিপক্ষে একাদশে জায়গা হয়নি ওয়ার্নার, মানিশ ও কেদার যাদবের মতো অভিজ্ঞদের। জায়গা হয়েছে দলে থাকা তরুণ ক্রিকেটারদের।

বেলিস বলেন, ‘আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারব না তাই সিদ্ধান্ত নিয়েছি তরুণদের সুযোগ দিয়ে মাঠের অভিজ্ঞতা ভাগাভাগি করার এবং এই ম্যাচে আমরা তাই করেছি। ওয়ার্নারসহ আরও কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে আমরা বিশ্রামে রেখেছি।’

হায়দরাবাদের সাইডবেঞ্চে প্রিয়ম গার্গ, অভিষেক শর্মাদের মতো বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছেন। যারা দলের সঙ্গে থাকলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পান না। এবার তাদের সামনে বড় সুযোগ থাকছে নিজেদের মেলে ধরার।

বেলিস আরও বলেন, ‘আমাদের অনেক তরুণ ক্রিকেটার আছে যারা এবারের আসরে এখনও ম্যাচ খেলেনি। আমরা তাদের সুযোগ দিতে চেয়েছি। সামনে আরো কিছু ম্যাচে তাদের সুযোগ দিতে পারি। তবে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।’