পাকিস্তান ক্রিকেট

স্বপ্ন দেখিয়েও সালমানকে দলে নিচ্ছে না পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:56 মঙ্গলবার, 28 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সালমান বাট। সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাঠের ক্রিকেটে ফিরতে আর কোন বাধা নেই পাকিস্তানের সাবেক অধিনায়কের। যে কারণে আবারও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন তিনি। অবশ্য সেই স্বপ্ন বুনে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আশা দিলেও তাঁকে দলে নেয়নি বলে জানিয়েছেন সালমান।

নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন সালমান। এখানে ব্যাট হাতে ভালো পারফর্মও করছেন পাকিস্তানের সাবেক এই ওপেনার। আর তাই আবারও পাকিস্তানের জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখছেন তিনি। সালমান জানিয়েছেন, তাকে দলে নেওয়ার ব্যাপারে বার বার আশ্বাস দিয়েছে পিসিবি। পাকিস্তানের সর্বশেষ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজেও তাকে দলে রাখার ব্যাপারে আশ্বাস দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু শেষ পর্যন্ত স্কোয়াডে ডাক পাননি তিনি।

সালমান বলেন, ‘আমাকে বলা হয়েছিল আপনি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন, ইংল্যান্ড সফরে যাচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত আর কিছুই হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেও আমাকে টেস্ট ক্রিকেট খেলার জন্য প্রস্তুত হতে বলা হয়েছিল কিন্তু খেলা আর হয়নি। আমি যদি পুনরায় পাকিস্তান জাতিয় দলে খেলতে না পারি তাহলে ঘরোয়া ক্রিকেট খেলে কি লাভ। বারবার একই কথা বললেও কাজ কিছুই হচ্ছে না।’

নিষেধাজ্ঞার সময়ে প্রত্যেক দিনই অনুশীলন করতেন সালমান। তিনি ক্রিকেটে ফিরতে প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করতেন। কিন্তু তার অভিযোগ তার সঙ্গে স্বাভাবিক আচরণ করছে না টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে অনেকে তাঁকে ভালো চোখে দেখে না বলেও দাবি করেছেন। 

সালমান বলেন, ‘আমি একটা ভুল করেছিলাম এবং খারাপ সময় কাটিয়েছি। কিন্তু আমি মনে করি অন্যদের মতো আমার ফেরার ব্যাপারটাও স্বাভাবিক হবে। আমাকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু অন্যদের মতো আমাকে সুযোগ সুবিধা দেওয়া হয়নি।

পাকিস্তানের বাঁহাতি এই ব্যাটসম্যান আরও বলেন, ‘আমার সঙ্গে কি তারা স্বাভাবিক আচরণ করেছে? অনেকেই আছে যারা আমাকে ভালো চোখে দেখে না। ছয় বছর ধরে প্রত্যেকটা দিন আমি অনুশীলন করেছি কারণ আমি ক্রিকেটে ফিরতে চাই।’