বাংলাদেশ ক্রিকেট

মুশফিক-ইমরুলের ব্যাটে বাংলাদেশ ‘এ’ দলের দাপুটে জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:12 মঙ্গলবার, 28 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন ইমরুল কায়েস। লম্বা সময় পর বাংলাদেশের হয়ে ম্যাচ খেলার সুযোগ পেয়েই ব্যাট হাতে জ্বলে উঠলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে ৮১ বলে করেছেন ৬০ রান। 

আরেক ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিজের ছন্দ ফিরে পেতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছেন। যেখানে নিজের প্রথম ম্যাচেই অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি। মুশফিক ও ইমরুলের ব্যাটের ওপর ভর করে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। 

জয়ের জন্য ২৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আক্রমণাত্বক শুরু করেন বাংলাদেশ ‘এ’ দলের দুই ওপেনার মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ১৮ বলে ২৭ রান করে শান্ত ফিরলে ভাঙে সেই জুটি। তিনে নামা ইমরুলের সঙ্গে জুটি গড়ে তোলেন মুমিনুল।

সুমনের বলে ২৯ রান করে মুমিনুল আউট হয়ে ফিরলে ভাঙে তাঁদের এই জুটি। চারে নেমে ইমরুলকে দারুণ সঙ্গ দিয়েছেন মুশফিক। তাঁরা দুজনে মিলে যোগ করেন ৫৩ রান। হাফ সেঞ্চুরি তুলে নেয়া ইমরুল ফেরেন ৮১ বলে ৬০ রান করে। মোসাদ্দেক হোসেন ভালো শুরু করলেও ২৪ রানের বেশি করতে পারেননি। 

মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ‘এ’ দলকে জয় এনে দেন মুশফিক। এর মাঝে পেসার সুমন খানের বলে চার মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। ৭৭ বলে হাফ সেঞ্চুরি করা মুশফিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৯১ বলে ৭০ রান করে। মুশফিককে সঙ্গ দেয়া মিঠুন অপরাজিত ছিলেন ২৮ রানে।

এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারায় এইচপি দল। মাত্র তিন রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ১৩১ রানের লম্বা জুটি গড়েন তামিম ও মাহমুদুল হাসান জয়। এই জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি। ৩৮ রান করা জয়কে প্যাভিলিয়নের পথ দেখান তিনি।

আরেকদিকে তামিম অবশ্য সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। যদিও ব্যক্তিগত ৮১ রানে মোসাদ্দেক হোসেন সৈকতকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন তিনি। এরপর তৌহিদ হৃদয়কে রানআউট করে বিদায় করেন মুশফিকুর রহিম। ১৬০ রানের মধ্যে চার উইকেট হারায় দলটি। এবার দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন আকবর আলী ও দিপু। পঞ্চম উইকেটে ৫১ রানের জুটি গড়েন এই দুজন।

২৪ বলে ২৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক আকবর। শেষদিকে ৮ রান করেন দলটির ফিনিশার শামিম হোসেন৷ অপরপ্রান্তে হাফ সেঞ্চুরির দেখা পাওয়া দিপুকে ফেরান অভিজ্ঞ রুবেল হোসেন। ফেরার আগে ৫১ রান করেন দিপু। ৪৮.৪ ওভারে ২৪৭ রানে অলআউট হয় এইচপি।

সংক্ষিপ্ত স্কোর:

এইচপি দল - ২৪৭/১০ (৪৮.৪ ওভার) (তামিম ৮১, দীপু ৫১, জয় ৩৮)

বাংলাদেশ ‘এ’- ২৫২/৪ (ওভার ৪৭.৫) (মুশফিক ৭০*, ইমরুল ৬০, মুমিনুল ২৯, মিঠুন ২৮*, সুমন ২/৫২)