আইপিএল

তবুও কিশানে ভরসা রাখছেন রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:43 সোমবার, 27 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না ইশান কিশানের। ৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে কেবল ১০৭ রান। তার প্রতিভার কথা চিন্তা করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত স্কোয়াডে জায়গা দেয়া হয়েছিল।

যদিও এমন ফর্মের কারণে বিশ্বকাপ দল থেকে তার নাম কাটা পড়তে পারে বলে ধারণা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও কিশানের ওভর ভরসা রাখছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে তিনি চাপে ফেলতে চান না।

রোহিতের ভাষ্য, 'সে একজন দারুণ ক্রিকেটার এবং গত বছরের আইপিএলেও দারুণ খেলেছে। আমরা তাকে স্বাভাবিক খেলাটাই খেলতে দিতে চাই তাই এই ম্যাচে ও সূর্যর (কুমার যাদব) আগে ব্যাটে নামে। আমি তাকে বেশি চাপ দিতে চাই না। সে এখনও তরুণ যে সদ্য আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছে।’

টপ অর্ডার এই ব্যাটসম্যান রানে না থাকায় আইপিএলের চলতি আসরে বেশ ভুগতে হচ্ছে মুম্বাইকে। যদিও এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন দলটির অধিনায়ক রোহিত। দলের সব ব্যাটসম্যানদের সঙ্গেই তিনি কথা বলেছেন। ভালো শুরু পেলে প্রত্যেককেই ইনিংস বড় করার পরামর্শ দিয়েছেন মুম্বাই অধিনায়ক।

রোহিত বলেন, ‘ব্যাটাররা বারবার আমাদের হতাশ করছে। আমি দলের সকল ব্যাটারদের সঙ্গেই কথা বলেছি। একবার সেট হওয়ার পর তাদের দায়িত্ব নিয়ে বড় রান করা বাধ্যতামূলক।’

আইপিএলের এবারের আসরে ১০ ম্যাচে মাত্র ৪টিতে জিতে সাত নম্বরে রয়েছে মুম্বাই। পাঞ্জাবের বিপক্ষে মঙ্গলবার নিজেদের একাদশতম ম্যাচে মাঠে নামবে দলটি। প্লে অফে জায়গা নিশ্চিত করতে শেষের প্রায় সবকটি ম্যাচই গুরুত্বপূর্ণ দলটির জন্য।