বাংলাদেশ ক্রিকেট

ক্রিকেটের উন্নয়নে খরচ চান দূর্জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:47 সোমবার, 27 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শেষ কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে এসেছে বড় পরিবর্তন। তবুও সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয়নি আঞ্চলিক ক্রিকেট কাঠামো। হাই পারফর্ম্যান্স ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয় মনে করেন, টাকা জমিয়ে না রেখে আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে ব্যায় বাড়াতে হবে।

ক্রিকেটের বিকেন্দ্রীকরণ এবং ক্রিকেট প্রশাসনকে আরও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার জন্য আঞ্চলিক ক্রিকেট সংস্থার করার দাবি অনেক দিনের। বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও আঞ্চলিক ক্রিকেটের পরিকল্পনার সফল বাস্তবায়ন করতে পারেনি বিসিবি।

দুর্জয়ের মতে, এক সময় ইচ্ছে থাকলেও অনেক কাজে হাত দিতে পারতো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর অন্যতম প্রধান কারণ ছিল অর্থ সংকট। কিন্তু বর্তমানে সেই আর্থিক সংকট কাটিয়ে উঠেছে বিসিবি। তাই তিনি মনে করেন, আঞ্চলিক ক্রিকেটে আরও বেশি নজর দেওয়া উচিত।

দুর্জয় বলেন, ‘আগে একটা সময় ছিল যখন বোর্ডের অনেক সংকীর্ণতা ছিল বা সক্ষমতার সীমাবদ্ধতা ছিল সেটা এখন নাই। টাকা জমিয়ে রাখা বা এফডিআর করা এইসব জিনিস থেকে বের হয়ে এসে আমাদের আঞ্চলিক ক্রিকেট, অ্যাকাডেমিক সেটআপ বা ক্রিকেটের উন্নয়নে খরচ করা উচিত।’

দুর্জয় বর্তমান মেয়াদে দায়িত্ব পালন করছেন বিসিবির হাইপারফর্ম্যান্স (এইচপি) দলের প্রধান হিসেবে। তিনি মনে করেন তার মেয়াদে বেশ সফল ছিল এইচপির কার্যক্রম। এ কারণে আরেকটি নির্বাচনের আগে বেশ নির্ভার বিসিবির এই পরিচালক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে খুবই খুশি যে এইচপির মতো একটা দল নিয়ে কাজ করতে পারছি। এটাকে অবহেলার দৃষ্টিতে দেখার সুযোগ নেই। অন্যান্য কমিটির মতো এখান থেকেও কাজ করার সুযোগ আছে। এই দিক থেকে চিন্তা করলে আমি অন্য কোনো দিকে আমি চোখ রাখি না।’

‘সাধারণত বোর্ড সভাপতি ডিপার্টমেন্টের দায়িত্ব বন্টন করেন। আমাদের ছয়-সাত জন হাইপারফর্ম্যান্সের খেলোয়াড় এখন জাতীয় দলে খেলছে এটা আমার জন্য তৃপ্তিদায়ক।’-তিনি আরও যোগ করেন।