Connect with us

আইপিএল

আইপিএল থেকে ছিটকে গেলেন কুলদীপ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

হাঁটুর চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেলেন কুলদীপ যাদব। তার এ চোট গুরুতর হওয়ায় ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনার। এই তথ্য নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা।

চলমান আইপিএলে আরব আমিরাতে দলের সঙ্গে ছিলেন কুলদীপ। সেখানেই অনুশীলনের সময় হাঁটুতে চোট পান তিনি। তার সেই চোট গুরুতর হওয়ায় এবারের আইপিএলে আর মাঠে নামতে পারবেন না তিনি।

পাশাপাশি ঘরোয়া আসরের বেশ কিছু ম্যাচও মাঠের বাইরে বসে কাটাতে হতে পারে তাকে। কারণ এই চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে তার সময় লাগতে পারে ৪-৬ মাস।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা তথ্য পেয়েছি যে, সংযুক্ত আরব আমিরাতে অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছে কুলদীপ। এই মূহুর্তে এটা তার জন্য খারাপ খবর। আইপিএলের এবারের আসরে তার ম্যাচ খেলার আর সম্ভাবনা নেই। তাই সে ভারতে ফিরে গেছে।’

হাঁটুর ইনজুরি থেকে সেড়ে উঠতে সাধারণত লম্বা সময় লাগে। কুলদীপের ক্ষেত্রেও এমনটা হতে পারে বলে আশঙ্কা করছেন বিসিসিআইয়ের এই কর্মকর্তা। কুলদীপ এই সময়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুর্নবাসন প্রক্রিয়ায় থাকবেন।

এ প্রসঙ্গে সেই বিসিসিআই কর্মকর্তার ভাষ্য, ‘হাঁটুর ইনজুরি সাধারণত জটিল হয়। এধরনের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে লম্বা সময় লাগে। এনসিএতে সে ফিজিওথেরাপি সেশন শেষে হালকা অনুশীলনের মধ্য দিয়ে ক্রিকেটে ফিরবে।’

সর্বশেষ

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দাপুটে জয়ে বাংলাদেশের গ্রুপে পা রাখল শ্রীলঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

প্রথম রাউন্ডে ভুগবে বাংলাদেশ, জানত স্কটল্যান্ড

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের স্থগিত হওয়া টেস্ট

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

কোহলির সঙ্গে বাবরকে তুলনা ঠিক না: ওয়াসিম আকরাম

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

ভারতকে যে কেউ বিধ্বস্ত করতে পারে: নাসের

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

উইলিয়ামসনকে বিশ্বকাপের সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশায় মরগান

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দলের যে কেউ উইন্ডিজকে ম্যাচ জেতাতে পারে: বদ্রি

আর্কাইভ

বিজ্ঞাপন