আইপিএল

আইপিএল থেকে ছিটকে গেলেন কুলদীপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:11 সোমবার, 27 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

হাঁটুর চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেলেন কুলদীপ যাদব। তার এ চোট গুরুতর হওয়ায় ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনার। এই তথ্য নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা।

চলমান আইপিএলে আরব আমিরাতে দলের সঙ্গে ছিলেন কুলদীপ। সেখানেই অনুশীলনের সময় হাঁটুতে চোট পান তিনি। তার সেই চোট গুরুতর হওয়ায় এবারের আইপিএলে আর মাঠে নামতে পারবেন না তিনি।

পাশাপাশি ঘরোয়া আসরের বেশ কিছু ম্যাচও মাঠের বাইরে বসে কাটাতে হতে পারে তাকে। কারণ এই চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে তার সময় লাগতে পারে ৪-৬ মাস।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা তথ্য পেয়েছি যে, সংযুক্ত আরব আমিরাতে অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছে কুলদীপ। এই মূহুর্তে এটা তার জন্য খারাপ খবর। আইপিএলের এবারের আসরে তার ম্যাচ খেলার আর সম্ভাবনা নেই। তাই সে ভারতে ফিরে গেছে।’

হাঁটুর ইনজুরি থেকে সেড়ে উঠতে সাধারণত লম্বা সময় লাগে। কুলদীপের ক্ষেত্রেও এমনটা হতে পারে বলে আশঙ্কা করছেন বিসিসিআইয়ের এই কর্মকর্তা। কুলদীপ এই সময়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুর্নবাসন প্রক্রিয়ায় থাকবেন।

এ প্রসঙ্গে সেই বিসিসিআই কর্মকর্তার ভাষ্য, ‘হাঁটুর ইনজুরি সাধারণত জটিল হয়। এধরনের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে লম্বা সময় লাগে। এনসিএতে সে ফিজিওথেরাপি সেশন শেষে হালকা অনুশীলনের মধ্য দিয়ে ক্রিকেটে ফিরবে।’