আইপিএল

হ্যাটট্রিক হিরো হার্শালের প্রশংসায় গাভাস্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:45 সোমবার, 27 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

হার্শাল প্যাটেলের অসাধারণ হ্যাটট্রিকে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫৪ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডানহাতি এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

বেঙ্গালুরুর ছুঁড়ে দেয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সে প্রত্যাশিত শুরু এনে দিয়েছিলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। দলীয় ৭৯ রানের মধ্যে দুই ওপেনার সাজঘরে ফিরেন।

এরপর ইনিংসের ১৭তম ওভারে বোলিংয়ে এসে টানা তিন বলে কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া ও রাহুল চাহারকে ফেরান হার্শাল। পোলার্ড ও হার্দিকের মতো বিধ্বংসী দুই ব্যাটসম্যানকে ফেরানোয় ম্যাচের মোড় বদলে যায়।

গাভাস্কার বলেন, 'একটি হ্যাটট্রিক সবসময়ই বিশেষ কিছু। একটা উইকেট পাওয়াই দারুণ ব্যাপার, সেখানে তিন বলে তিন উইকেট পাওয়া তো অসাধারণ কিছু। পোলার্ডের উইকেট সে দারুণ কৌশলে নিয়েছে। পোলার্ডকে সে উইকেটের বাইরে যেতে বাধ্য করেছে।'

তিনি আরও বলেন, 'রাহুল চাহার ব্যাটসম্যান নয়। তার উইকেট পাওয়াটা বলার মতো কিছু নয়। কিন্তু কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়ার মতো বড় দুজন হিটারের উইকেট অবশ্যই গুরুত্বপূর্ণ। এই দুটো উইকেটই ম্যাচের মোড় বদলে দিয়েছে। আমরা জানি, এই দুজন বড় হিটার যেকোনো অবস্থায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।'

ইনিংসের ১৬ ওভার শেষে ম্যাচ জয়ের জন্য ২৪ বলে ৬১ রানের প্রয়োজন ছিল মুম্বাইয়ের। কিন্তু সেই ওভারের প্রথম বলেই কোহলির হাতে ক্যাচ বানিয়ে হার্দিককে ফেরান হার্শাল।

পরের বলে আরেক বিধ্বংসী ব্যাটসম্যান পোলার্ডকে বোল্ড করেন তিনি। চাহারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পূর্ণ করেন হ্যাটট্রিক। তাতেই জয়ের স্বপ্ন ধুলিসাৎ হয় মুম্বাইয়ের। শেষ পর্যন্ত ১১১ রানে অল আউট হয় রোহিত শর্মার দল।