ভারতীয় ক্রিকেট

ধাওয়ান-চাহাল বিশ্বকাপ স্কোয়াডে না থাকায় বিষ্মিত প্রসাদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:52 সোমবার, 27 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি শিখর ধাওয়ান ও যুবেন্দ্র চাহালের। এই অভিজ্ঞ দুই ক্রিকেটারকে না রাখলেও চার বছর পর রবিচন্দ্রন অশ্বিনকে ফেরানোর পাশাপাশি বরুণ চক্রবর্তী ও রাহুল চাহারকে দলে রেখেছে ভারত। তবে আইসিসির বৈশ্বিক আসরগুলোতে ভালো পারফর্ম করার পরও ধাওয়ান ও চাহাল বিশ্বকাপ দলে না থাকায় বিষ্মিত হয়েছেন এমএসকে প্রসাদ।

সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন স্পিনবান্ধব হওয়ায় বিশ্বকাপ দলে পাঁচ জন স্পিনার রেখেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকরা। স্পিনের দিকে বেশি মনোযোগী হওয়ায় সমালোচনা করেছেন প্রসাদ।

বিসিসিআইয়ের সাবেক এই নির্বাচক বলেন ‘আপনি অবশ্যই তাদের ১০ এর মধ্যে ৮ থেকে ৯ রেটিং দিতে পারেন। তারা (নির্বাচক) দলে স্পিনারদের রাখার চেষ্টা করেছে এবং তারা মনে গেঁথে নিয়েছে যে এটি স্পিন-বান্ধব উইকেট হবে। যে কারণে আমাদের স্কোয়াডে ৪-৫ জন স্পিনার রয়েছে। নির্বাচকদের উচিত সবদিক থেকে বিবেচনা করা...তাদের অবশ্যই এক দিকে মনোযোগী হলে চলবে না।’

২০১৫ বিশ্বকাপে ৪১২ রান করেন ধাওয়ান। পাশাপাশি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩৩৮ রান করেছিলেন বাঁহাতি এই ওপেনার। তা ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো (আইপিএল) প্রতিযোগিতামূলক আসরে টানা দুটি সেঞ্চুরি করার কীর্তি রয়েছে তার। তাই ধাওয়ানকে বিশ্বকাপ দলে রাখা উচিত ছিল বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার প্রসাদ।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি অনুভব করেছি যে, যেহেতু এটি একটি বড় আসর তাই শিখর ধাওয়ানের মতো কাউকে সত্যিই নেয়া যেতে পারত। তা বিবেচনা করে যে আইসিসির টুর্নামেন্টে সে সব সময়ই ভালো করেছে। তা ছাড়া সে আইপিএলে টানা দুটি সেঞ্চুরি পেয়েছে, এখনো দারুণ ফর্মে রয়েছে। আমার মনে হয় সে দলের জন্য আরো কার্যকরী হতে পারত।’

এবারের বিশ্বকাপে গ্রুপ-২'তে পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা আরো দুটি দলের বিপক্ষে খেলবে ভারত। আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিরাট কোহলির দলের বিশ্বকাপ মিশন।