আইপিএল

চেন্নাইকে হারাতে হলে ৪০ ওভারই লড়াই করতে হয়: শেবাগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:36 সোমবার, 27 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ ফর্মে রয়েছে চেন্নাই সুপার কিংস। রবিবার রাতের ম্যাচে শেষ বলের লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে সংযুক্ত আরব আমিরাত পর্বে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। এমন জয়ের চেন্নাইয়ের প্রশংসা করে বীরেন্দ্রর শেবাগ বলেছেন, চেন্নাইয়ের সঙ্গে জিততে যে কোনো দলকে পুরো ৪০ ওভার ধরেই লড়াই করতে হয়!

এ দিন আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭১ রান তোলে কলকাতা। জবাবে ব্যাটিংয়ে নেমে রুতুরাজ গাইকোয়াডের ৪০, ফাফ ডু প্লেসির ৪৩ ও মঈন আলীর ৩২ রানে ভর করে ৮ উইকেটে ১৭২ রান করে জয় তুলে নেয় চেন্নাই।

শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৪ রান। এই ওভারে স্যাম কারান ও রবীন্দ্র জাদেজাকে আউট করে চেন্নাইকে বেশ চাপে ফেলেছিলেন সুনীল নারিন। তবে শেষ বলে ১ রান তুলে নিয়ে চেন্নাইকে ম্যাচ জেতান দশে ব্যাট করতে নামা দীপক চাহার। দারুণ বোলিং করেও শেষ বলে ম্যাচ হারতে হয় কলকাতাকে। রোমাঞ্চকর এই ম্যাচের চেন্নাইকে প্রশংসায় ভাসিয়েছেন শেবাগ।

ভারতের সাবেক এই ওপেনার বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে যখন তারা প্রথমে ব্যাটিং করবে। তখন তারা কিভাবে খেলবে তা দেখতে হবে। প্রত্যেকেই জানে যে সিএসকে (চেন্নাই) অনেক ভালো এবং আপনি তাদের বিরুদ্ধে সহজে জয় পাবেন না। আপনাকে পুরো খেলায় কঠোর পরিশ্রম করতে হবে। আমরা যেমন বলি, যখন আপনি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন তখন আপনাকে পুরো ৪০ ওভারের জন্য ভালো ক্রিকেট খেলতে হবে। সিএসকের বিপক্ষে খেলার সময়ও একই জিনিস ঘটে।’

চেন্নাইয়ে দুর্দান্ত কয়েকজন ব্যাটসম্যান থাকলেও বোলারের অভাব রয়েছে বলে মনে করেন শেবাগ। এমন অপ্রতিরোধ্য দল হলেও তাদের কোনো রহস্য স্পিনার নেই বলে উল্লেখ করেছেন তিনি। ভালো বোলিং লাইন আপ না থাকায় প্রায় প্রতি ম্যাচেই চেন্নাইকে ভুগতে হচ্ছে বলে জানিয়েছেন শেবাগ।

বিশ্বকাপজয়ী এই ওপেনার আরও বলেন, ‘যদি তারা প্রথমে ব্যাটিং করে এবং ১৬০ থেকে ১৭০ রান করে তাহলে নিজেদের রক্ষা করা কঠিন হতে পারে কারণ তাদের বোলিংয়ে কোনো বৈচিত্র্য নেই। তাছাড়া নেই কোনো রহস্য স্পিনার। সুতরাং আমি অনুভব করি এটাই হলো সমস্যা। অন্যথায় তাদের ব্যাটিংয়ে এত গভীরতা আছে। শার্দুল ৯-১০ এ ব্যাটিংয়ে আসে। আপনি যদি ওকে উপরের দিকে খেলান, তাহলে সে অবশ্যই যোগ্য ব্যাটসম্যানের মতো স্কোর করতে পারবে, যেমনটা সে ইংল্যান্ডে করেছিল।’