আইপিএল

`১৮৯' এর রহস্য জানালেন হেটমায়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:46 রবিবার, 26 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

প্রতিটি ক্রিকেটারের জার্সি নাম্বারের সঙ্গে জড়িয়ে থাকে নানারকম স্মৃতি। কারও পছন্দের আবার কখনও পয়া নাম্বার হিসেবে জার্সিতে ব্যবহার করে থাকেন ক্রিকেটাররা। বেশিরভাগ ক্রিকেটাররা একশর নিচে জার্সি নাম্বার নিলেও শিমরন হেটমায়ারের পছন্দ ১৮৯। 

এত এত জার্সি নাম্বার থাকতে ১৮৯ নম্বর কেন ব্যবহার করেন হেটমায়ার। সতীর্থ শ্রেয়াস আইয়ারের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রহস্য উন্মোচন করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। হেটমায়ার জানিয়েছেন, ক্যারিয়ার সেরা ইনিংসকে মনে রাখতেই ১৮৯ ব্যবহার করছেন তিনি। 

এ প্রসঙ্গে হেটমায়ার বলেন, ‘আমি কোন ম্যাচে ১৮৯ করেছিলাম সেটা ভুলে গিয়েছি। তবে যেদিন আমি চাপমুক্ত হয়ে খেলতে নেমেছিলাম সেদিন ১৮৯ করেছিলাম বলে মনে আছে।’

বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘ঘরের মাঠে করেছিলাম এত রান। ওটাই আমার সর্বোচ্চ রান এখনও পর্যন্ত। তাই ওটা জার্সিতে লিখে রেখেছি। ওই ম্যাচে আমি আউট হয়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না হেটমায়ার। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে করেছেন ১১২ রান। 

যদিও স্ট্রাইক রেট দেখার মতো। ১৯৬.৪৯ স্ট্রাইক রেটে রান তোলা হেটমায়ার রাজস্থানের রয়্যালসের বিপক্ষে দারুণ শুরু করেছিলেন। ১৬ বলে ২৮ রানের ইনিংস খেলে দিল্লি ক্যাপিটেলসের জয়ে অবদান রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান।