Connect with us

বাংলাদেশ - পাকিস্তান সিরিজ

জাতীয় লিগ দিয়ে মুমিনুলদের পাকিস্তান সিরিজের প্রস্তুতি


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী মাসে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এরপর শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন। যেখানে নিজেদের প্রথম সিরিজে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। টি-টোয়েন্টি দল যখন বিশ্বকাপ খেলতে ওমানে থাকবে তখন বাংলাদেশের বাকি ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করবে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)।

যেখানে খেলবেন মুমিনুল হক, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন এবং খালেদ আহমেদের মতো ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজের জন্য জাতীয় ক্রিকেট লিগ দিয়ে পর্যাপ্ত প্রস্তুতি হবে বলে জানান হাবিবুল বাশার সুমন। পাকিস্তান সিরিজের জন্য ক্রিকেটারদের তৈরি করার ভালো সুযোগ হিসেবে দেখছেন জাতীয় নির্বাচক।

এ প্রসঙ্গে বাশার বলেন, ‘বিশ্বকাপের পরপরই আমাদের কিছু টেস্ট ম্যাচ আছে। এটা কিন্তু খেলোয়াড়দের তৈরি করার জন্যে ভালো একটি সুযোগ। আমরা খুব একটা টেস্ট খেলার সুযোগ পাইনি। অনুশীলন ম্যাচ আর প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে তো পার্থক্য অবশ্যই আছে। পাকিস্তান সিরিজের আগে এনসিএলের মাধ্যমে পর্যাপ্ত প্রস্তুতি হবে বলে মনে করি।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের গেল আসরে যাচ্ছে তাই পারফরম্যান্স করেছে বাংলাদেশ। যেখানে ৭ ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে মুমিনুল হকের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রাপ্তি কেবলই ২০ পয়েন্ট। নিজেদের সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করে সেই পয়েন্ট পেয়েছিল টাইগাররা। তবে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে গেল আসরের পুনরাবৃত্তি করতে চান না বাশার। 

তিনি বলেন, ‘এবার আমরা ভালো প্রস্তুতিতে নামতে যাচ্ছি। আশা করছি, ভালো শুরু যেন করতে পারি। শুরুটা খুব গুরুত্বপূর্ণ। গতবার আমরা যখন শুরু করেছি, তখন আমরা ভালো করতে পারিনি। গতবারের পুনরাবৃত্তি এবার আমরা চাই না।’

জাতীয় নির্বাচক আরও বলেন, ‘ভালোভাবে শুরু করতে চাই। দেশের মাটিতে খেলে শুরু করতে পারছি। যদিও পাকিস্তান খুব ভালো দল টেস্টে। তারপরও আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময়।’

সর্বশেষ

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

যত ওপেনারই খেলুক তামিমই সেরা: পাপন

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশে স্মিথকে দেখছেন না ওয়ার্ন

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

শেষ ওভারের রোমাঞ্চে হারল বাংলাদেশ

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

নেদার‌ল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে আয়ারল্যান্ডের বিশ্বকাপ শুরু

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

মালিকেই বাজি রাখছেন ওয়াসিম আকরাম

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

আইসিসি সভায় সবার সমর্থন চায় আফগানিস্তান

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

বাংলাদেশ কখনোই ম্যাচে ছিল না: নাফিস

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

প্রথম পর্বে দ্বিতীয় হলেও পাক-ভারতের গ্রুপেই পড়বে বাংলাদেশ

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

গ্রেফতারের পর জামিনে ছাড়া পেলেন যুবরাজ

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

দুই ঘণ্টা ব্যাটিং করে আপনি কোহলি হতে পারবেন না: তামিম

আর্কাইভ

বিজ্ঞাপন