টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আসছে, ইঙ্গিত আফ্রিদির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:12 রবিবার, 26 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আসতে যাচ্ছে। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন শহীদ আফ্রিদি। তিনি আরও জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকেই তিনি এ ধরনের তথ্য পেয়েছেন।

পাকিস্তান তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার পর থেকেই দেশটির বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার সমালোচনা করেছেন। আফ্রিদিও আছেন এই তালিকায়। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি পিসিবি থেকে কিছু তথ্য পেয়েছি। তারা বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে যাচ্ছে।‘

পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড দেখে সন্তুষ্ট হতে পারেননি আফ্রিদি। সাবেক এই অলরাউন্ডারের মতে দুই-তিনজন ক্রিকেটার বিশ্বকাপ দলে থাকার যোগ্য নয় কিন্তু তারা স্কোয়াডে জায়গা পেয়েছে। আবার অন্যদিকে দুই-তিন জন জায়গা পাওয়ার কথা কিন্তু তারা নেই।

আফ্রিদি বলেন, ‘দল নির্বাচনের সিদ্ধান্তে অবাক হয়েছি। স্কোয়াডে দুই-তিনজন খেলোয়াড় আছে, তারা কিভাবে জায়গা পেয়েছে আমি বুঝিনা। আমার মতে দুই-তিনজন খেলোয়াড় এই স্কোয়াডে থাকার যোগ্য ছিল, কিন্তু তারা নেই।’

বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলোর স্কোয়াড ঘোষণা করার সময়সীমা ছিল ১০ সেপ্টেম্বর। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী আগামী ১০ অক্টোবরের মধ্যে দলগুলো বিশেষ প্রয়োজনে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে।

সে নিয়ম অনুসারেই পাকিস্তানও পরিবর্তন আনতে যাচ্ছে তাদের বিশ্বকাপ স্কোয়াডে। এ প্রসঙ্গে পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেছেন, ‘বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে আমরা স্কোয়াডে পরিবর্তন আনতে পারি।’