আইপিএল

বেঙ্গালুরুর বিপক্ষে ফিরছেন হার্দিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:42 শনিবার, 25 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্ব শুরুর আগে অনুশীলনের সময় চোটে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। যে কারণে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তবে চোট কাটিয়ে খুব শীঘ্রই মাঠে ফিরতে চলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডার।

পান্ডিয়াকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন মুম্বাইয়ের ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস জহির খান। ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলন করেছেন বলে জানিয়েছেন তিনি। রোববার (২৬ সেপ্টেম্বর) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পান্ডিয়া দলে ফিরবেন বলে আশাবাদী জহির।

এ প্রসঙ্গে ভারতের সাবেক পেসার বলেন, ‘ভালো, আমাদের দলের আজকে অনুশীলন সেশন আছে। তাই প্রেস কনফারেন্স শেষে আমরা সেটা করতে যাব এবং একটি জিনিস অবগত করতে চাই। এখন আমি আপনাদের এটাই অবগত করতে পারি যে সে (হার্দিক) অনুশীলন শুরু করেছে। তাই আমরা আশা করছি সে ফিট হয়ে উঠবে এবং আমরা তাকে পাব। আমরা এটাই আশা করছি।’

প্রথম পর্বে সাত ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিয়ে দারুণ ছন্দে ছিল মুম্বাই। দ্বিতীয় পর্বে চেন্নাই ও কলকাতার বিপক্ষে হারায় পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে আইপিএলের সবচেয়ে সফল দলটি। তবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের ঘুরে দাঁড়ানোর সক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন জহির।

তিনি বলেন, ‘আপনি জানেন যে, আইপিএল অনেক প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। তাই দলের সবাই সর্বদা একে অপরের উপর নির্ভর রাখার চেষ্টা করছে এবং তারা তাদের প্রস্তুতিতে আকর্ষণীয় হয়ে উঠছে। সেই সঙ্গে এই দিনগুলোতে প্রতিটি দল অন্য দলগুলোকে বিশ্লেষণ করছে।’

টুর্নামেন্টের শেষের দিকে প্রতিটি দলই চাপ অনুভব করে। তবে সব ধরনের চাপ সামলে মুম্বাইয়ের পারফর্ম করতে পাবে জানিয়ে জহির বলেন, ‘যখন টুর্নামেন্টের শেষের দিকে চলে আসবেন, তখন চাপ বেশি হয়। এই দল অবশ্যই জানে কিভাবে চাপের মধ্যে পারফর্ম করতে হয়।’