বিসিবি নির্বাচন

আমি সবসময় চ্যালেঞ্জ পছন্দ করি: সুজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:16 শনিবার, 25 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনে অংশ নিচ্ছেন খালেদ মাহমুদ সুজন। এখানে তার প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশের স্বনামধন্য কোচ নাজমুল আবেদীন ফাহিম। মনোনয়নপত্র তোলার দ্বিতীয় দিন তিনি ফরম তুলেছেন।

দুজনই বিসিবি নির্বাচনে তৃতীয় ক্যাটাগরি থেকে নির্বাচন করছেন। সুজন জানিয়েছেন, এই প্রতিদ্বন্দ্বিতা তিনি উপভোগ করছেন। ব্যক্তিগতভাবে তিনি চ্যালেঞ্জ পছন্দ করেন। দুজনে একসময় বিসিবির গেম ডেভলপমেন্টে কাজও করেছেন। তাই ফাহিম নির্বাচন করায় খুশি সুজন।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন বলেছেন, 'নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বী থাকবে সেটাই স্বাভাবিক। ডেফিনেটলি ফাহিম ভাই আমার কোচ, অনেক সিনিয়র, আমরা এক সাথে ছিলাম, কাজ করেছি, গেম ডেভেলপমেন্টে তিনি আমার আন্ডারে ছিলেন, কাজ করেছেন। চ্যালেঞ্জ তো আমি সবসময়ই পছন্দ করি, এটা আমার জন্য ভালো। তিনি নির্বাচনে এসেছেন তাতে আমি খুশি। তার সাথে আমার দেখা হয়েছে, কথাও হয়েছে। ইলেকশন হচ্ছে এটাই বর কথা।'

বিসিবির নির্বাচন হয় তিন ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরিতে ক্লাব থেকে নির্বাচিত হন ১২ জন পরিচালক। আরেক ক্যাটাগরিতে জেলার কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন বিভাগীয় ১০ পরিচালক। আর তৃতীয় ক্যাটাগরি থেকে নির্বাচিত হন একজন নির্বাচিত হন সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড ও সরকারি সংস্থার কাউন্সিলরদের ভোটে।

নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটা নিশ্চিত বলতে না পারলেও সুজন আশাবাদী কাউন্সিলররা যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন বিসিবির নির্বাচনে। নির্বাচনে না জিতলেও গত ৮ বছর বোর্ডের বিভিন্ন কাজে অবদানের স্বীকৃতি পাবেন বলেই বিশ্বাস সুজনের।

তিনি বলেন, 'এই বোর্ডটাতে আমি আট বছর কাজ করেছি, কতোটা ভালো কাজ করেছি সেটার মূল্যায়ণ আমি বুঝতে পারবো। আমি যদি ইলেকশন না জিতি তাহলেও বুঝতে পারবো আমি কতটুকু কাজ করতে পেরেছি, মূল্যায়নটা আমার কি রকম।'