বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

শেষ বিকেলে হারল বাংলাদেশের যুবারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:33 শনিবার, 25 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র চারদিনের টেস্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে তিন উইকেটে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

শেষদিনে আফগান যুবাদের ১১০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় প্রান্তিক নওরোজ নাবিল ও আইচ মোল্লারা। বোলারদের প্রচেষ্টায় ম্যাচটি নিজেদের করে নিতে চেয়েছিল বাংলাদেশের যুবারা।

কিন্তু আগের ইনিংসে সেঞ্চুরি হাঁকানো বিলাল সাইদির হাফ সেঞ্চুরিতে ম্যাচটি নিজেদের করে নেয় আফগান যুবারা। অপরাজিত ২০ রান করে আফগানদের জয়ের বন্দরে পৌঁছে দেন কামরান হটাক।

এছাড়া উইকেটরক্ষক ইসহাক জাজাই ১৫ ও জাহিদুল্লাহ সালিমি ১৩ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন রিপন মণ্ডল, মুশফিক হাসান ও আইচ মোল্লা।

এর আগে দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে দ্রুত ফিরে যান আইচ মোল্লা। আগের দিনের ৪০ রানের সঙ্গে আর কোনো রান যোগ না করেই সাজঘরে ফিরে যান তিনি।

এসএম মেহরাবের ৩০ ও তাহযিবুল ইসলামের ২০ রানের সুবাদেই মূলত নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২৮ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। আফগানদের হয়ে চার উইকেট নেন ইজহারউল্লাহ নাভিদ। তিনটি উইকেট নেন বিলাল সামি।

প্রথম ইনিংসে ১৬২ রান তুলেছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। জবাবে আফগানরা স্কোরবোর্ডে তোলে ২৮১ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস- ১৬২/১০ (ওভার ৬৩)

(আইচ ৩৯*, ইফতিখার ৩৭; সামি ৫/৪২, নাভিদ ৪/৪৫)

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস- ২৮১/১০ (ওভার ১৩৪.৩)

(বিলাল ১১৪, কামরান ৬৬; আশরাফুল ৩/৭০, আইচ ২/৮)

বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ দ্বিতীয় ইনিংস- ২২৮/১০ (ওভার ৮৭.২)
(নাবিল ৭৬, আইচ ৪০; নাভিদ ৪/৮৪, সামি ৩/৪০)

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় ইনিংস- ১১৩/৭ (৪৩.২ ওভার) (লক্ষ্য ১১০ রান)
(বিলাল ৫৪, কামরান ২০*; মুশফিক ২/২৬, আইচ ২/৩২)