আইপিএল

মুস্তাফিজের দারুণ বোলিংয়ের পরও হারলো রাজস্থান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:04 শনিবার, 25 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩৩ রানে হেরেছে রাজস্থান রয়্যালস। এর ফলে শীর্ষ চারে ওঠার সহজ সুযোগ হারালো সাঞ্জু স্যামসনের দল। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছে রয়ালসরা।

এই ম্যাচে দারুণ বোলিং করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে এই টাইগার পেসার শিকার করেছেন ২ উইকেট। মুস্তাফিজ ছাড়াও ২টি উইকেট নিয়েছেন চেতন সাকারিয়া।

একটি করে উইকেট পেয়েছেন কার্তিক তিয়াগি ও রাহুল তেওয়াতিয়া। রাজস্থানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে দিল্লি।

দলটির হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন শ্রেয়াশ আইয়ার। অধিনায়ক ঋষভ পান্ত ২৪ বলে ২৪ করে আউট হয়েছেন। আর ১৬ বলে ২৮ রানের ইনিংস খেলেছেন শিমরন হেটমায়ার।

টসে জিতে ফিল্ডিং নেয়া রাজস্থানের বোলিং শুরু করেছিলেন মুস্তাফিজই। নিজের প্রথম ওভারে ৬ রান খরচা করলেও কোনো উইকেট পাননি এই টাইগার পেসার।

নিজের দ্বিতীয় ওভারে দিল্লির অধিনায়ক পান্ত মুস্তাফিজের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন। সেই ওভারে মুস্তাফিজ মাত্র ৫ রান দেন দিল্লিকে।

এরপর তৃতীয় ওভার করতে এসে দারুণ এক ইয়র্কারে হেটমায়ারকে নিজের শিকার বানান মুস্তাফিজ। এই পেসারের ইয়র্কার লেন্থের বল শর্ট থার্ডম্যান অঞ্চলে উড়িয়ে মেরেছিলেন হেটমায়ার।

সেই ক্যাচ সহজেই লুফে নেন সাকারিয়া। দিল্লির দেয়া নাগালের লক্ষ্য পাড়ি দিতে পারেনি রাজস্থান। তাদের ৮ ব্যাটসম্যানের মধ্যে কেবল দুজন দুই অঙ্ক পেরুতে পেরেছেন।

এর মধ্যে অধিনায়ক সাঞ্জু স্যামসন খেলেছেন ৫৩ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস। আর মাহিপাল লামরোর ২৪ বলে করেছেন ১৯ রান। আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে না পারায় হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রাজস্থানকে।

সংক্ষিপ্ত স্কোর:

দিল্লি ক্যাপিটেলস: ১৫৪/৬ (ওভার ২০) (আইয়ার ৪৩, হেটমায়ার ২৮, পান্ত ২৪, মুস্তাফিজ ২/২২, সাকারিয়া ২/৩৩)

রাজস্থান রয়্যালস: ১২১/৬ (ওভার ২০) ( স্যামসন ৭০*, লমরোর ১৯, নরকিয়া ২/১৮, অশ্বিন ১/২০)