শ্রীলঙ্কা ক্রিকেট

গলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলবে শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:27 শনিবার, 25 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) দ্বিতীয় সংস্করণের জন্য নিজেদের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে দলটি।

আগামী ২১ নভেম্বর ঘরের মাঠ গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে শ্রীলঙ্কা। যদিও সিরিজের দ্বিতীয় টেস্টের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

এ ছাড়া চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলার কথা ছিল লঙ্কানদের। ম্যাচগুলো পিছিয়ে আগামী বছরের মে মাসে মাঠে গড়াবে বলেও জানানো হয়েছে।

২০২২ সালে ঘরের মাঠ ও অ্যাওয়ে সিরিজ- সব মিলিয়ে মোট দশটি টেস্ট খেলবে দিমুথ করুণারত্নের দল। ক্রিকেটের লঙ্কার ভার্সনে বাংলাদেশ ছাড়াও তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

ডব্লিউটিসির প্রথম সংস্করণে মোট ১২টি টেস্ট খেলে ২ জয়, ৬ হার ও বাকি চার ম্যাচে ড্র করেছিল শ্রীলঙ্কা। সেবার ২০০ পয়েন্ট নিয়ে ৯ দলের মধ্যে আট নম্বরে ছিল তারা।

এ দিকে আগামী বছর দশটি টেস্ট ম্যাচের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যাও জানিয়েছে লঙ্কানরা। ঘরের মাঠ ও বিদেশের মাটি মিলিয়ে ১৯টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলবে তারা।