বাংলাদেশ ক্রিকেট

বিসিবি নির্বাচনে সুজনকে ফাহিমের চ্যালেঞ্জ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:54 শনিবার, 25 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন পত্র বিতরণ। শনিবার (২৫ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র কিনলেন সাবেক বিসিবি কর্মকর্তা, স্বনামধন্য কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। পরিচালক পদে আরেক স্বনামধন্য কোচ খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়বেন তিনি।

নিকট অতীতেই বিসিবির গেম ডেভলপমেন্টে কাজ করেছেন ফাহিম। কাজ করেছেন নারী দলের কোচ হিসেবেও। ২০১৯ সালে বিসিবির চাকরি ছেড়ে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা হিসেবে যোগ দেন ফাহিম। এর আগেও সেখানে কাজ করেছেন তিনি।

ফাহিম বলেন, 'এটাতো আসলে টক্কর না এটা ভালো জিনিস যে আমরা যারা অংশ নিচ্ছি তারা সবাই যোগ্য। আমার সাথে সুজনের দেখা হয়েছে এবং তাকে আমি শুভকামনা জানিয়েছি, সেও আমাকে শুভকামনা জানিয়েছে। আমি আশা করি একটা ভালো পরিবেশে নির্বাচনটা হবে। তার জন্য আমার শুভ কামনা থাকলো। তার অবদান নিয়েও সন্দেহ নেই। অনেকগুলো বছর সে কাজ করছে।'

এবার ক্যাটাগরি-৩ পরিচালক পদে কাউন্সিলর আছেন সাবেক ক্রিকেটার ও বিভিন্ন প্রতিষ্ঠান। সেখানে ফাহিমের যোগদান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে। এর আগেও অবশ্য দুইবার কাউন্সিলর হিসেবে ছিলেন দেশবরণ্য এই কোচ। যদিও অন্য কারও জন্য জায়গা ছাড়তে গিয়েই নির্বাচন করা হয়নি তার।

ফাহিম বলেন, 'সত্যি বলতে আমি এর আগেও দুইবার কাউন্সিলর ছিলাম, বিসিবিতে আসার আগে, যখন বিকেএসপিতে ছিলাম। আগেও সুযোগ হয়েছিল (নির্বাচন করার) তবে আরেকজনের জন্য ছেড়ে দিয়েছিলাম জায়গাটা।'

নির্বাচনে জয়লাভ করতে পারলে দেশের ক্রিকেটকে ঢালাওভাবে সাজাতে চান ফাহিম। গঠনমূলক উপায়ে ক্রিকেটকে সবগুলো বিভাগে ছড়িয়ে দিতে চান তিনি।

ফাহিম আরো বলেন, 'আমার মনে হয় এতদিন কাজ করার পর আমার ভালো ধারণা আছে বাংলাদেশের ক্রিকেটের জন্য কি করা দরকার। সেটাতে দৃষ্টি রেখেই আমি মিড লেভেল কিছু কাজ করার চেষ্টা করেছি। আমার যেহেতু অনেক লেভেলে কাজ করার সুযোগ হয়েছে আমি জানি...ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া বলেন, হিউম্যান রিসোর্স বলেন, ইনফ্রাস্টকচার বলেন সব বিষয়ে আমরা যতটুকু করতে পারতাম আমার মনে হয়না ততটুকু করতে পেরেছি। আমি যদি সুযোগ পাই এ জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করব।'