আইপিএল

চেন্নাইকে বদলে দিয়েছে আগ্রাসী ব্যাটিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:13 শনিবার, 25 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে বেশ ভালোই চমক দেখিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। এবার তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছে ৬ উইকেটে। 

দলটির বোলিং পরামর্শক এরিক সিমন্স জানিয়েছেন, আগের আসরের চেয়ে এবার তার দলের ব্যাটসম্যানরা বেশি আক্রমণাত্মক ব্যাটিং করছেন। এ কারণেই মাঠে দাপট দেখাতে পারছে চেন্নাই। চেন্নাইয়ের এই কোচ মনে করেন বাজে পারফরম্যান্সই একমাত্র পারে নতুন কিছু শেখাতে।

তিনি বলেন, 'আমরা ইতোমধ্যেই কথা বলেছি ভারতে কোন জিনিসগুলো আমাদের কাজে লেগেছিল। এমনকি আমরা কি ভুল করেছিলাম গত আসরে সেগুলো নিয়েও আলোচনা করেছি। আপনি জানেন যেকোনো পরিস্থিতিতে বাজে পারফরম্যান্সই শেখার জন্য সেরা জায়গা।'

চেন্নাইয়ের এই বোলিং পরামর্শক মনে করেন আগ্রাসী ব্যাটিংই বদলে দিয়েছে চেন্নাইকে। তার ভাষ্য, 'আইপিএলের গত আসরে আমরা যা ভুল করেছিলাম তা আমাদের শিক্ষা নেয়ার জন্য সেরা জায়গা ছিল। আমি মনে করি সবচেয়ে বড় পার্থক্য হলো আগ্রাসী ব্যাটিং। আমরা এবারের আসরে আগে চেয়ে অনেক বেশি আগ্রাসী ব্যাটিং করছি।'

বিশেষ করে ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর প্রশংসা করেছেন সিমন্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ২৪ রানে ৩ উইকেট পেয়েছেন ব্রাভো। ব্রাভোর কথা বলতে গিয়ে সিমন্স বলেন, 'তার পারফরম্যান্সে আমরা দারুণ খুশি। সে গত কয়েক ম্যাচ ধরেই দারুণ বোলিং করছে।'

স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পাঁচশোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ব্রাভোর। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও চেন্নাইয়ের অন্যতম সেরা পারফর্মার এই ক্যারিবীয় অলরাউন্ডার।