আইপিএল

ধোনিকে মেন্টর বানানো ভারতের সেরা সিদ্ধান্ত: ভন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:55 শনিবার, 25 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

গতকাল (২৪ সেপ্টেম্বর) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে ১৫৭ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। মাইকেল ভন মনে করছেন ধোনির অধিনায়কত্বের জন্যই সেই ম্যাচটি জিতেছে চেন্নাই।

কেননা ধোনি বোলার বুঝে ব্যাটিং লাইন আপে পরিবর্তন এনেছিলেন। যখন দেখছিলেন গ্লেন ম্যাক্সওয়েল বল করছে তখন সুরেশ রায়নাকে না পাঠিয়ে আম্বাতি রাইডুকে পাঠিয়েছিলেন ধোনি। চেন্নাই অধিনায়কের এই কৌশলটিই মনে ধরেছে ভনের।

ক্রিকবাজকে ভন বলেন, 'আপিনি যদি চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ লক্ষ্য করেন তবে আপনি দেখতে পারবেন তারা কিন্তু পিচ অনুযায়ী লাইন আপ বদল করে একই সঙ্গে কে বল করছে সেটিও তারা খেয়ালে রাখে।'

তিনি আরো বলেন, 'ধোনি বুঝতে পেরেছে ম্যাক্সওয়েল আবারো বল করবে তাই চেন্নাই একজন ডানহাতি ব্যাটসম্যানকে পাঠিয়েছে। এটাই স্মার্ট ক্রিকেট এবং ব্যাটিং লাইন আপ এভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করবে।'

বেঙ্গালুরুর বিপক্ষে এই ধরণের কৌশলের কারণেই ভন মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে মেন্টর বানিয়ে অন্য যে কোন সময়ের চেয়ে সেরা সিদ্ধান্তটাই নিয়েছে ভারত। আর বিশ্বকাপ জিততে ধোনির মেধাটাই প্রয়োজন বলেও মনে করেন ভন।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আপনি যে কোন সময়ের সেরা টি-টোয়েন্টি অধিনায়ককে পেয়েছেন। এখন তিনি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে আপনার মেন্টর হন তাহলে কথাই নেই। কেন ভারত ধোনিকে এই ভূমিকায় চেয়েছে?'

তিনি সবশেষে আরো যোগ করে বলেন, 'এই সিদ্ধান্তটা ভারত দলের নেয়া এখন পর্যন্ত সেরা সিদ্ধান্ত। ডাগআউটে আপনার এ ধরণের লোকের মেধাটাই প্রয়োজন। ধোনি দলকে কি দিবে এই সম্পর্কে সে আগে থেকেই অবগত।'