পাকিস্তান- আফগানিস্তান সিরিজ

রমিজের সঙ্গে সভায় বসবে আফগানিস্তান বোর্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:32 শনিবার, 25 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলতে চায় আফগানিস্তান। এ কারণে দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজার সঙ্গে বৈঠকে বসবেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সভাপতি আজিজুল্লাহ ফজলি।

পাকিস্তানের গণমাধ্যমগুলো প্রকাশ করছে এমনই এক সংবাদ। সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামি রবিবার (২৬ সেপ্টেম্বর) লাহোরে যাবেন এসিবি সভাপতি ফজলি।

পিসিবির একটি সুত্রের বরাত দিয়ে পাকিস্তানের বিশ্বস্ত গণমাধ্যমগুলো বলছে, 'এই বছর পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলতে চায় আফগানিস্তান। ফজলি পিসিবিকে এই ব্যাপারেই জিগ্যেস করবে।'

সেপ্টেম্বরের শুরুতে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনের কথা ছিল আফগানিস্তানের। কিন্তু তালেবানরা দেশটি দখল করায় সেই সিরিজটি স্থগিত করা হয়।

কিছুদিন আগেই পাকিস্তানে নিরাপত্তার কারণ দেখিয়ে সিরিজ না খেলেই দেশে ফিরেছে নিউজিল্যান্ড। একই পথে হেটেছে ইংল্যান্ডও। আগামী অক্টোবরের প্রথম দিকে পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ইংল্যান্ড।

এদিকে সিরিজ দুটি স্থগিত হয়ে যাওয়ার বিশ্বকাপের আগে আর ম্যাচ খেলা হচ্ছে না পাকিস্তানের। যদিও পিসিবি সভাপতি রমিজ রাজা ইতোমধ্যেই বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তানে গিয়ে সিরিজ খেলার ব্যাপারে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

এবারের বিশ্বকাপে গ্রুপ-২ তে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দলের বিপক্ষে খেলবে পাকিস্তান। আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাবর আজমদের বিশ্বকাপ মিশন।