বাংলাদেশ ক্রিকেট

ইয়াসিরের ঝড়ো হাফ সেঞ্চুরির দিনে সাদমান-শান্তর আক্ষেপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:08 শুক্রবার, 24 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পেলেও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে আরও একবার আক্ষেপে পুড়লেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে শান্ত আউট হয়েছেন হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে। 

প্রথম ইনিংসের ব্যর্থতা ছাপিয়ে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করলেও ১ রানের জন্য হাফ সেঞ্চুরির দেখা পাওয়া হয়নি সাদমান ইসলামের। শেষ বিকেলে ঝড়ো হাফ সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের পুঁজি বড় করেছেন ইয়াসির আলি রাব্বি। ডানহাতি এই ব্যাটসম্যানকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন ৪৬ রানে অপরাজিত থাকা মোহাম্মদ মিঠুন। তৃতীয় দিন শেষে ৪ উইকেটে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ২৫৮ রান। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এইচপির চেয়ে ৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ‘এ’। তবে ব্যাটিং নেমে শুরুটা ভালো করতে পারেনি তাঁরা। মাত্র ১৮ রান করে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে বোল্ড হয়েছেন সাইফ হাসান।

এরপর অবশ্য প্রতিরোধ গড়ে তুলেন শান্ত ও সাদমান। তাঁদের দুজনের জুটি থেকে আসে ৭৫ রান। ছয়টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করে শান্ত লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরলে ভাঙে তাঁদের এই জুটি। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন তিনি।

শান্তর মতো হাফ সেঞ্চুরি হাতছাড়া করে ফেরেন সাদমান। ৪৯ রান করা বাঁহাতি এই ওপেনারকে সাজঘরে ফেরান স্পিনার তানভির ইসলাম। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা মুমিনুল হক আউট হয়েছেন ৩০ রান করে। শেষ বিকেলে দারুণ এক জুটি গড়েন ইয়াসির ও মিঠুন। 

তৃতীয় সেশনে তাঁরা দুজনে মিলে যোগ করেছেন ১০৩ রান। ৫৩ বলে ঝড়ো হাফ সেঞ্চুরি করা ইয়াসির শেষ পর্যন্ত অপরাজিত রয়েছেন ৬৫ রানে। তাঁকে দারুণভাবে সঙ্গে দেয়া মিঠুন অপেক্ষায় হাফ সেঞ্চুরি। ৪৬ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন তিনি। এইচপির হয়ে দুটি উইকেট নিয়েছেন তানভির। 

এর আগে সকালের শুরুতে কোন রান যোগ না করেই ২ উইকেট হারায় এইচপি। তাতে বাংলাদেশ ‘এ’ দলের চেয়ে ৬ রানে এগিয়ে থেকে ২৩৭ রানে অল আউট হয় আকবর আলির দল। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন রকিবুল হাসান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’- ২৩১/১০ (ওভার ৯১.৫) (শান্ত ৭২, মুমিনুল ৬২, শহিদুল ৩৬, নাঈম ৩১, মুরাদ ৫/৫৫, সুমন ২/৩৬)

এইচপি দল - ২৩৭/১০ (ওভার ৮২) (জয় ৭৩, আকবর ৫১, হৃদয় ৪৭, রকিবুল ৫/৬০, খালেদ ২/৪৬)

বাংলাদেশ ‘এ’- ২৫৮/৪ (ওভার ৭৯) (সাদমান ৪৯, শান্ত ৪৭, মুমিনুল ৩০, ইয়াসির ৬৫*, মিঠুন ৪৬*, তানভির ২/৪৮)