আইপিএল

মুম্বাইয়ের বুমরাহকে পাকিস্তানের গুল হিসেবে দেখতে চান মাঞ্জরেকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:22 শুক্রবার, 24 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম পর্বে সাত ম্যাচের পাঁচটিতে জিতে দারুণ ছন্দে ছিল মুম্বাই ইন্ডিয়ানস। তবে সংযুক্ত আরব আমিরাতে এসে নিজেদের হারিয়ে খুঁজছে দলটি। নিজেদের শেষ দুই ম্যাচে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে রোহিত শর্মারা। মুম্বাই হারের বৃত্তে থাকলেও বল হাতে উজ্জ্বল জসপ্রিত বুমরাহ।

চেন্নাইয়ের বিপক্ষে দুই উইকেট নেওয়ার পর কলকাতার ম্যাচে উইকেট নিয়েছেন তিনটি।। কলকাতার বিপক্ষে ম্যাচে বুমরাহকে দিয়ে ১০ ওভারের আগে দুই ওভার ও ডেথ ওভারে বাকি দুই ওভার বোলিং করিয়েছিল মুম্বাই। তবে মুম্বাইয়ের এই পরিকল্পনা ভালো লাগেনি সঞ্জয় মাঞ্জরেকারের। পাকিস্তানের উমর গুলের মতো করে বুমরাহর পুরো চার ওভার শেষভাগের জন্য রেখে দিতে মুম্বাইকে পরামর্শ দিয়েছেন তিনি। 

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে উমর গুলকে দশ ওভারের পরে বোলিং করাতো পাকিস্তান। ম্যাচের এই অংশে বোলিং করে বেশ সফল ছিলেন গুল। পাকিস্তানের সেই নীতি অনুসরণ করে বুমরাহকে শেষ ভাগে বোলিং করিয়ে মুম্বাই উপকৃত হতে পারেন বলে মনে করেন মাঞ্জরেকার।

মুম্বাইকে উপদেশ দিয়ে তিনি বলেন, ‘আপনি যদি মনে থাকে দেখবেন উমর গুল পাকিস্তানের হয়ে ইনিংসের শেষ ভাগে তার চার ওভার বোলিং করত এবং সে বেশ সফল হয়েছিল। আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ানসের উচিত বুমরাহর পুরো চার ওভার দশ ওভারের পরের সময়টার জন্য রেখে দেওয়া।’

প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানেরা খুব আগ্রাসী না হলে বুমরাহকে আগে বোলিংয়ে না আনতে পরামর্শ দেন মাঞ্জরেকার। মূলত পরের ওভারের বুমরাহ বেশি কার্যকরী হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

মাঞ্জরেকার বলেন, ‘যদি দল সমস্যায় পড়ে এবং প্রতিপক্ষ ব্যাটসম্যানেরা অবাধে রান করে তবে হয়তো তাকে কয়েক ওভারের জন্য আগে আনা যেতে পারে। কিন্তু পরবর্তী ওভারগুলোর জন্য ওকে রেখে দেওয়ার চেষ্টা করুন। যখন চাপ বাড়বে এবং ব্যাটসম্যানরা মরিয়া হয়ে বাউন্ডারি মারতে চাইছেন তখন তাকে বোলিংয়ে নিয়ে আসুন।’