Connect with us

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে শ্রীলঙ্কার পরামর্শক জয়াবর্ধনে


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের প্রধান কোচ হওয়ার প্রস্তাব নাকোচ করে কদিন আগে  মাহেলা জয়াবর্ধনে জানিয়েছিলেন যে, সুযোগ পেলে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) হয়ে কাজ করতে চান। অবশেষে সেই সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্য শ্রীলঙ্কার পরামর্শকের দায়িত্ব পেয়েছেন জয়াবর্ধনে। সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি। জাতীয় দল ছাড়াও যুবাদের পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।

বিশ্বকাপের এবারের আসরের মূল পর্বে খেলতে হলে বাছাই পর্ব উতরে যেতে হবে শ্রীলঙ্কাকে। যেখানে তাঁদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নামিবিয়া এবং নেদারল্যান্ড। যা অনুষ্ঠিত হবে ১৭-২৩ অক্টোবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। 

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে যুবাদের বিশ্বকাপ। আইসিসি বৈশ্বিক আসর শুরুর আগে লঙ্কানদের যুবাদের নিয়ে কাজ করবেন জয়াবর্ধনে। ৫ মাসের জন্য যুবাদের পরামর্শক ও মেন্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। 

সবধরনের ক্রিকেটকে বিদায় বলার পর কোচিং পেশায় মনোযোগ দেন জয়াবর্ধনে। বর্তমানে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচের দায়িত্ব রয়েছেন তিনি। ক্রিকেটার হিসেবে যেমন সাফল্য পেয়েছেন কোচ হিসেবে অব্যাহত রেখেছেন নিজের সফলতা। 

এখন পর্যন্ত ‍মুম্বাইকে তিনবার শিরোপা জিতিয়েছেন তিনি। এ ছাড়া কদিন আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়েও শিরোপা জেতান। যদিও জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করতে খুব বেশি আগ্রহী নন জয়াবর্ধনে।

সর্বশেষ

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশে স্মিথকে দেখছেন না ওয়ার্ন

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

শেষ ওভারের রোমাঞ্চে হারল বাংলাদেশ

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

ক্যাম্ফারের চারে চার, নেদারল্যান্ডের ১০৬

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

মালিকেই বাজি রাখছেন ওয়াসিম আকরাম

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

আইসিসি সভায় সবার সমর্থন চায় আফগানিস্তান

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

বাংলাদেশ কখনোই ম্যাচে ছিল না: নাফিস

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

প্রথম পর্বে দ্বিতীয় হলেও পাক-ভারতের গ্রুপেই পড়বে বাংলাদেশ

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

গ্রেফতারের পর জামিনে ছাড়া পেলেন যুবরাজ

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

দুই ঘণ্টা ব্যাটিং করে আপনি কোহলি হতে পারবেন না: তামিম

১৮ অক্টোবর, সোমবার, ২০২১

বিশ্বাসের ঘোড়ায় চড়ে স্কটল্যান্ডের বাংলাদেশ জয়

আর্কাইভ

বিজ্ঞাপন