পাকিস্তান - বাংলাদেশ সিরিজ

দুঃসময়ে ‘বন্ধু’ বাংলাদেশকে পাশে চায় পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:42 শুক্রবার, 24 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে দীর্ঘদিন ক্রিকেট ম্যাচ মাঠে না গড়ানোয় আর্থিক ক্ষতিতে পড়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমন দুঃসময়ে ইসিবির পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। গত জুলাইয়ে ইংল্যান্ড সফর করে সংস্থাটির আর্থিক দূরাবস্থা কাটাতে সহায়তা করেছিল বাবর আজমরা।

এদিকে নিরাপত্তার অযুহাতে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা দেশে ফিরে যাওয়ার পর পাকিস্তানের পাশে না দাঁড়িয়ে সফর বাতিল করেছে ইংল্যান্ডও। এমন কাণ্ডে আর্থিক ক্ষতিতে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই পরবর্তীতে ইংল্যান্ড দল পাকিস্তান সফর করলে ব্যাংক গ্যারান্টি নেওয়ার পরামর্শ দিয়েছেন মুদাসসার নাসার। এ ছাড়া এমন সময়ে বাংলাদেশকে পাকিস্তানের পাশে চান তিনি।

ইংল্যান্ডকে অকৃতজ্ঞ উল্লেখ করে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমাদের প্রয়োজনের সময় আমাদের সাহায্য করার পরিবর্তে, অকৃতজ্ঞ ইংল্যান্ড পাকিস্তান সফর থেকে সরে গেল। পরের বার ইংল্যান্ড সফরে দেওয়ার আগে আমাদের নিশ্চিত হয়ে নেওয়া উচিত যে, আমাদের ব্যাংক গ্যারান্টি আছে।’

ইসিবির দুঃসময়ে পাকিস্তান পাশে দাঁড়িয়েছিল বলে মনে করিয়ে খোঁচা দেন নাজার। সেই সফরে পাকিস্তান দল জঘন্য একটি হোটেলে অবস্থান করেছিল বলেও জানান তিনি। তবে সেটি কেবল ইংল্যান্ডের ক্রিকেটকে সহায়তা করার জন্য।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা (পাকিস্তান) করোনা পরিস্থিতির মধ্যেই ইংল্যান্ড সফর করেছিলাম এবং ইসিবিকে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সাহায্য করেছিলাম। সেবার পুরো দলকে জঘন্য একটি হোটেলে থাকতে হয়েছিল। কিন্তু আমরা কেবল ইংল্যান্ডের ক্রিকেটকে সাহায্য করার জন্য এসবের মধ্য দিয়ে গিয়েছিলাম।’

বাংলাদেশের মতো দলগুলোকে পাকিস্তানের পাশে দাঁড়ানো উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘ইংল্যান্ডের পাকিস্তান সফর থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে সবাই অবাক হয়েছে। এমনকি ইংল্যান্ডের গণমাধ্যমগুলোও অখুশী। আইসিসি পর্যায়ে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠোর অভিযোগ তোলার জন্য আমাদের এই সুযোগটি ব্যবহার করা উচিত।’

তিনি আরও বলেন, ‘পিসিবি’র এই বিষয়ে এশিয়ার দেশগুলোর সহায়তা নেওয়া উচিত। বাংলাদেশের মতো দেশগুলোকে পাকিস্তানের পাশে দাঁড়াতে হবে কারণ ভবিষ্যতে তাদের ক্ষেত্রেও এমন হতে পারে।’